এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দিলীপের প্রাতঃভ্রমণে অভিনব প্রতিবাদ জানাতে গিয়ে উল্টে তাঁরই মিষ্টি জবাব খেলেন তৃণমূল কর্মীরা

দিলীপের প্রাতঃভ্রমণে অভিনব প্রতিবাদ জানাতে গিয়ে উল্টে তাঁরই মিষ্টি জবাব খেলেন তৃণমূল কর্মীরা


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বর্তমান রাজ্য রাজনীতিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে কটাক্ষ আর পাল্টা কটাক্ষের পালা চলছে। সেখানে নিত্যদিনই একে অপরের নামে কটাক্ষ বানে ভরে উঠছে রাজনৈতিক পটভূমি। আর সেখানে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে সামনে এসেছে বিজেপি এবং তৃণমূলের নাম। সেখানে বিজেপির তরফে দিলীপ ঘোষের কটাক্ষ বাণ নতুন কিছু নয়।

সেক্ষেত্রে তাঁর প্রাতঃভ্রমণের সময়ই হোক বা চায়ের আড্ডা বা কোনো রাজনৈতিক সভা বৈঠক, কোথাওই থেমে থাকতে দেখা যায়না তাঁকে। সেখানে কিছুদিন আগে যেখানে তিনি সৌগত রায়কে ‘মোষ’ বলেও কটাক্ষ করেছিলেন, সেখানে প্রাতঃভ্রমণে বেরিয়ে “তৃণমূল অথর্বদের দলে পরিণত হয়েছে। যাঁরা নেতা ছিল তাঁরা হয় পালিয়ে গিয়েছেন, নয়তো চুপ করে গিয়েছেন। যাঁদের কোথাও যাওয়ার জায়গা নেই তাঁরাই ওই দলে পড়ে রয়েছেন।” এমনটাই মন্তব্য করতে শোনা গিয়েছিল তাঁকে।

তবে এবার তাঁর এই কটাক্ষের যোগ্য জবাব দিতে দেখা গেছে তৃণমূল নেতৃত্বকে। বস্তুত, প্রায় প্রতিদিনই প্রাতঃভ্রমণে বেরিয়ে তৃণমূলকে নিজের কটাক্ষ বানের নিশানা করতে দেখা গেছে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষকে। সেখানে তাঁর কথায়, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তৃণমূলের সাংসদ, নেতা কেউই তাঁর বাক্যবাণ থেকে বাদ যাননি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এমন পরিস্থিতিতে বিরোধীদের মধ্যে অনেকেই দাবি করেছিলেন যে একজন দলের কার্যকর্তা হিসেবে তাঁর অন্য দলের প্রতি সামান্যতম সংযতভাব থাকা উচিত। কিন্তু সেই কথায় খুব একটা কাজ হয়েছে বলে মনে করেননি রাজনৈতিক বিশ্লেষকরা। অন্যদিকে, এর পালটা জবাব দিতেই গতকাল ‘সব বেচে দে’ টি শার্ট পড়ে ক্যানিং স্ট্রিটে হাজির হতে দেখা গিয়েছিল তৃণমূলের কর্মীদের।

আর আজ বৃহস্পতিবারও এর অন্যথা হল না। জানা গেছে, আজ সকালেও তৃণমূলের রাজারহাট-নিউটাউন শহর সভাপতির নেতৃত্বে যুব তৃণমূল কর্মীরা ‘সব বেচে দে’ লেখা টি-শার্ট পরে ইকো-পার্কে শরীরচর্চা করেন। তবে হঠাৎ এমন টি-শার্ট পরে শরীর চর্চার কারণ জানতে গেলে এক তৃণমূল নেতা জানান, কেন্দ্রের নীতির বিরুদ্ধে নীরব প্রতিবাদ জানাতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে।

তাঁর কথায়, বস্তুত কেন্দ্র যেভাবে একের পর এক বেসরকারিকরণ করে চলেছে তাতে দেশের যে ক্ষতি হচ্ছে তা তুলে ধরতেই এই কাজ করছেন বলেই জানিয়েছেন তাঁরা। তবে এখানে একাধিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দিলীপ ঘোষকে পালটা জবাব দিতেই তৃণমূল এই কাজ করেছে। যে কারণে বিশেষ এই টি-শার্ট পরে ইকো পার্কে হাজির হতে দেখা গেছে তৃণমূলের নেতা-কর্মীদের।

যদিও এই বিষয়টির সঙ্গে রাজনীতির যোগ মানতে চাননি দিলীপ ঘোষ। তাই মর্নিং ওয়াক রাজনীতির জায়গা নয় বলেই দাবি করতে দেখা গেছে তাঁকে। তাঁর কথায়, মোদির ফিট ইন্ডিয়া মন্ত্রে অনুপ্রাণিত হয়েই যুব তৃণমূল কর্মীরা শরীর চর্চা করছেন বলেই জানিয়েছেন তিনি। যদিও এই বিষয়ে তাঁর দাবি এত সহজে মানতে নারাজ হয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!