এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ছত্রধরকে বিজেপিতে আহ্বান দিলীপের, জবাবে যা জানালেন তৃণমূলের জঙ্গলমহলের মুখ, জানলে চমকে যাবেন

ছত্রধরকে বিজেপিতে আহ্বান দিলীপের, জবাবে যা জানালেন তৃণমূলের জঙ্গলমহলের মুখ, জানলে চমকে যাবেন


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল আর বিজেপির মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব যে চরমে পৌঁছেছে সেকথা আগেই বলেছিলেন বিশ্লেষকরা। আর এরকম পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে একেরপর এক রাজনৈতিক সভা থেকে হুঁশিয়ারি দিতেও দেখা গিয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে। যাদের মধ্যে ইতিমধ্যেই নির্বাচনী প্রচারে রবিবার শালবনীতে সভা করতে দেখা গিয়েছিল ছত্রধর মাহাতকে।

বস্তুত, ফডার ফার্মে শালবনী গো-সম্পদ বিকাশ ফার্ম কনট্রাকটরস ওয়ার্কারস ইউনিয়ন, শালবনী ফডার ফার্ম কনট্রাকটরস লেবারস ইউনিয়ন এবং শালবনী ফিড প্ল্যান্ট কনট্রাকটরস লেবার ইউনিয়নের যৌথ বার্ষিক সাধারণ সভা ছিল। আর সেখানেই ছত্রধর মাহাতো ছাড়াও জেলা আইএনটিটিইউসি সভাপতি নির্মল ঘোষ, ব্লক তৃণমূল সভাপতি নেপাল সিংহ, ফডার ফার্ম শ্রমিক ইউনিয়ন নেতা সলিল সাহা-সহ একাধিক রাজনৈতিক ব্যক্তি উপস্থিত ছিলেন বলেও জানা গেছে।

আর সেখানেই তৃণমূলের রাজ্য কমিটির সম্পাদক ছত্রধর মাহাত বিজেপিকে কটাক্ষ করে বলেন, বিজেপি নেতারা এখন দিবাস্বপ্ন দেখছেন। গত লোকসভা নির্বাচনে জঙ্গলমহলের মানুষদের প্রলোভন দেখিয়ে ভোট লুঠ করার পর এখন তাঁরা নেতা লুঠ করতে চাইছেন বলেও কটাক্ষ করতে দেখা গেছে তাঁকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁর কথায়, “দিবাস্বপ্ন দেখা ভাল, কিন্তু বিজেপির মনে রাখা উচিত, জঙ্গলমহলের আদিবাসীদের কাছে সবথেকে বড় বিষয় হল তাদের ইজ্জত। তারা কখনও তা বিক্রি হতে দেয় না।” এরপরই নিজের উদাহরণ দিয়ে ছত্রধর মাহাত বলেন, গোপিবল্লভপুরে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কথা।

সেখানে তিনি বিজেপিতে যোগ দিলে তাঁকে ‘জঙ্গলমহলের লড়াকু নেতা’ বলে সম্মান জানানোর কথা বলেছিলেন। অথচ গত দু’মাস ধরে বিজেপির ছোট, বড় নেতারা যে তাঁকে ও তাঁর পরিবারকে ‘মাওবাদী’ আখ্যা দিয়ে চরম গালিগালাজ করে চলেছেন, সেই নিয়ে কটাক্ষ করতে দেখা গেছে তাঁকে। ছত্রধর মাহাতো এদিন বলেন, গত লোকসভা নির্বাচনে জঙ্গলমহলে প্রতিটি আদিবাসী পরিবারে একজনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ভোট লুঠ করেছিল।

তাই জঙ্গলমহল থেকে অশুভ শক্তি দূর করার কথা বলতে শোনা গেছে তাঁকে। এদিন তিনি বলেন, ”ওরা হয়তো ভাবছেন পশ্চিমবঙ্গের শাসভার হাতের মুঠোয় চলে এসেছে। স্বপ্ন দেখুন, কিন্তু পশ্চিমবঙ্গের দিকে হাত বাড়াবেন না। দিলীপবাবুরা বাংলাকে গুজরাট বানানোর যে স্বপ্ন দেখছেন, তা কখনও বাস্তবায়িত হবে না।” যদিও এরই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারে, এছাড়া হলদিয়াতে রাজীব বন্দ্যোপাধ্যায়, সুজিত বসুদের মিছিল করতে দেখা গেছে।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!