এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নাম না করে দিলীপ ঘোষকে ভাইরাস বলে আক্রমণ অনুব্রতর, গোবর জল দিয়ে শুদ্ধিকরণ তৃণমূলের

নাম না করে দিলীপ ঘোষকে ভাইরাস বলে আক্রমণ অনুব্রতর, গোবর জল দিয়ে শুদ্ধিকরণ তৃণমূলের


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বুধবার সিউড়িতে দিলীপ ঘোষের সভায় যাওয়ার পথে বোলপুরের শিমুলিয়ায় বিজেপি কর্মী-সমর্থকদের উপর তৃণমূল হামলা করেছে বলে অভিযোগ তুলতে দেখা গিয়েছিল বিজেপিকে। বলা হয়েছিল তৃণমূলের দুষ্কৃতীরাই এমন করেছে। আর সেখানে পুলিশের নিষ্ক্রিয়তার কথাও বলা হয়েছিল। সেইসঙ্গে এই ঘটনায় ৬জনকে পুলিশ গ্রেফতার করেছে বলেও জানা যায়।

ইতিমধ্যে তাঁদের মধ্যে ৫ জনকে পুলিশ হেফাজত ও একজনকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বোলপুর আদালত। অন্যদিকে, দিলীপ ঘোষের সভার পাল্টা কর্মসূচি করে এদিন বীরভূমের ৬টি পুর এলাকায় মিছিল করতে দেখা গেছে তৃণমূলকে। সেখানে বোলপুরে সভার নেতৃত্ব দেন অনুব্রত মণ্ডল।

অন্যদিকে, রামপুরহাটে কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল করা হয় বলে জানা যায়। প্রসঙ্গত উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন দলের মধ্যে রাজনৈতিক বাকবিতণ্ডা লেগেই রয়েছে। সেখানে কখনও তৃণমূলকে বিঁধতে দেখা গেছে বিজেপিকে, কখনও আবার বিজেপিকে আক্রমণ করতে দেখা যাচ্ছে তৃণমূলকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এমন পরিস্থিতিতে এবার নাম না করেই দিলীপ ঘোষকে ‘ভাইরাস’ বলে আক্রমণ করতে দেখা গেল বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলকে। শুধু তাই নয়, সেইসঙ্গে বৃহস্পতিবার সিউড়িতে দিলীপ ঘোষের সভাস্থলে তৃণমূলের মাধ্যমে গোবর জল দিয়ে শুদ্ধিকরণ করা হয়েছে বলেও জানা গেছে। যা নিয়ে আপাতত রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে।

বস্তুত, বুধবার সিউড়িতে সভা করেছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। সিউড়ি জেলা স্কুল মাঠে সেই সভা করা হয়। আর এদিন সেই মাঠেই পাল্টা মিছিল করতে এসে গোবর জল ছিটিয়ে শুদ্ধিকরণ করতে দেখা গেছে তৃণমূলকে। শুধু তাই নয়, এরপরই নাম না করে ফের দিলীপ ঘোষকে ভাইরাস বলেও আক্রমণ করেছেন অনুব্রত মণ্ডল।

এদিন বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে বলতে শোনা গেছে, গতকাল একজন ভাইরাস এসেছিল। সেই ভাইরাস সভা করে যাওয়ার পর গোবর জল দিয়ে স্যানিটাইজ করছি। তবে তাঁর এই কটাক্ষের পর চুপ করে থাকতে রাজি নন বিজেপি শিবিরও। জানা গেছে, অনুব্রত মণ্ডলের এই বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত।

তাঁকে কটাক্ষ করে বলতে শোনা গেছে, তৃণমূল জানে না অন্য দল সম্পর্কে কী ভাষা ব্যবহার করতে হয়। তাঁর কথায়, অশালীন মন্তব্য ওদেরকেই মানায়। ওরা জানে না অন্য কোনও দল ও দলের নেতা সম্পর্কে কী ভাষা ব্যবহার করতে হয়। যদিও এটা প্রথম বার নয়, এর আগেও এভাবেই অনেকবার দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা লক্ষ্য করা গেছে। তবে এবার তৃণমূলের তরফে পাল্টা কি জবাব আসে, এখন সেটাই দেখার অপেক্ষা।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!