এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > দিলীপ ঘোষকে পাশে নিয়ে গেরুয়া সমর্থকদের বঙ্গ বিজয়ের অঙ্ক বুঝিয়ে দিলেন শুভেন্দু অধিকারী

দিলীপ ঘোষকে পাশে নিয়ে গেরুয়া সমর্থকদের বঙ্গ বিজয়ের অঙ্ক বুঝিয়ে দিলেন শুভেন্দু অধিকারী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একসময় তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা হিসেবে যেখানে যেখানে দল বিপদে পড়েছিল, সেখানে মুশকিল-আসান হিসেবে দেখা দিয়েছিলেন তিনি। লোকসভা নির্বাচনের পর জঙ্গলমহল থেকে শুরু করে মালদহ, মুর্শিদাবাদের একাধিক জায়গায় দল তাকে দায়িত্ব দিয়েছিল। সেই মত করে সেখানকার সংগঠনকে চাঙ্গা করেছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু সেই শুভেন্দু অধিকারী এখন তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন।

স্বাভাবিক ভাবেই তৃণমূল কংগ্রেসের ছাতার তলায় না থাকায় তিনি আদৌ বিজেপিতে এসে কোনরূপ ক্যারিশমা দেখাতে পারবেন কিনা, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তৃণমূলের সকল স্তরের নেতৃত্বরা। আর এই পরিস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েই তিনি এবং দিলীপ ঘোষ হাত মিলিয়েছেন। তাই এবার তৃণমূলকে যেতে হবে বলে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আর এবার ঝাড়গ্রামের সভা থেকে কার্যত বুঝিয়ে দিলেন, কিভাবে বাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত করতে হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, রবিবার ঝাড়গ্রামের লোধাশুলিতে বিজেপির পক্ষ থেকে যোগদান মেলার আয়োজন করা হয়েছিল। আর সেখানেই উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। আর সেই সভা থেকেই রীতিমত তিনি এবং দিলীপ ঘোষ জুটি বেঁধেছেন। তাই এবার মেদিনীপুরের সব আসনে বিজেপি জয়লাভ করবে বলে দাবি করেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের প্রাক্তন মন্ত্রী বলেন, “ঝাড়গ্রামের চারটি আসনেই তৃণমূলকে হারাতে হবে।” পাশাপাশি জঙ্গলমহলে তৃণমূলকে প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি যে কাজ করেছেন, সেকথাও জনতার কাছে তুলে ধরেন শুভেন্দু অধিকারী।

এদিকে এদিনের সভা থেকে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউ কড়া ভাষায় আক্রমণ করেন শুভেন্দুবাবু। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তিনি কিছুই করতে পারবেন না বলে দাবি করে আসছে তৃণমূল কংগ্রেস। সেদিক থেকে শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে নিজের প্রাক্তন দলকে জবাব দেওয়া অত্যন্ত প্রয়োজন। আর তাই নিজের শক্ত ঘাঁটি মেদিনীপুরের প্রতিটি আসন বিজেপি জয়লাভ করবে বলে জানিয়ে দিলেন শুভেন্দুবাবু। এক্ষেত্রে দিলীপ ঘোষ এবং তিনি যৌথভাবে যে এই কাজ করা শুরু করবেন, তাও নিজের বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরলেন তৃণমূলের প্রাক্তন নেতা। স্বভাবতই গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!