এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভেবে কথা বলুন যাতে পিছিয়ে আসতে না হয়! “করোনা এক্সপ্রেস” নিয়ে মমতাকে আরও চেপে ধরলেন দিলীপ!

ভেবে কথা বলুন যাতে পিছিয়ে আসতে না হয়! “করোনা এক্সপ্রেস” নিয়ে মমতাকে আরও চেপে ধরলেন দিলীপ!


কথায় আছে, “ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।” বঙ্গ রাজনীতিতে এখন এই উক্তিই বারেবারে তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করছে ভারতীয় জনতা পার্টি। সম্প্রতি রাজ্যের পরিযায়ী শ্রমিকদের আসা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে রাজ্যে করোনা এক্সপ্রেস পাঠানো হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।

আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে তুলে ধরেই সম্প্রতি ভার্চুয়াল সভার মাধ্যমে তাকে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমিকদের ভাসাকে করোনা এক্সপ্রেস বলে অপমান করেছেন বলে বোঝাতে চেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর এই ঘটনার পরেই সাংবাদিক বৈঠক থেকে অমিত শাহের বক্তব্যকে সম্পূর্ণরূপে নস্যাৎ করে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।

যেখানে তিনি বলেন, “আমি কখনও বলিনি যে করোনা এক্সপ্রেস আসছে, আমি বলেছিলাম পাবলিক বলছে।” আর প্রথমে “করোনা এক্সপ্রেস” শব্দ উচ্চারণ করার পরেও অমিত শাহের কটাক্ষের পর যেভাবে তা থেকে সরে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে তিনি অনেকটাই চাপে বলে মনে করছে রাজনৈতিক মহল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এই অবস্থায় সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও চাপে ফেলতে এবার তাকে ফের কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সূত্রের খবর, বুধবার সাংবাদিকদের বিজেপির রাজ্য সভাপতি বলেন, “মুখ্যমন্ত্রী চিন্তাভাবনা করে কথা বলা উচিত। অনুরোধ করব ভেবে কথা বলুন, যাতে পিছিয়ে আসতে না হয়।”

বিশেষজ্ঞরা বলছেন, দিলীপ ঘোষ একথা বলে বোঝাতে চাইলেন, মমতা বন্দ্যোপাধ্যায় করোনা এক্সপ্রেসের কথা বলে মানুষকে অপমান করেছেন। আর এখন তিনি চাপে পড়ে সেই অবস্থা থেকে সরে আসতে চাইছেন। এদিন কাটমানি প্রসঙ্গেও তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপির রাজ্য সভাপতি।

তিনি বলেন, “কেন্দ্রীয় সরকারের আবাস যোজনার টাকায় বাড়ি হচ্ছে না। গ্রাম সড়ক যোজনার টাকা ফেরত যাচ্ছে। রাস্তা পাকা হচ্ছে না। রাজনৈতিক কারণে মানুষের কষ্ট বাড়ানো হচ্ছে। যেখানে কাটমানি নেই, সেখানে কাজ আটকে দেওয়া হচ্ছে। অমিত শাহের কাছে তথ্য আছে। তিনি সঠিক কথা বলে গিয়েছেন।” সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে “করোনা এক্সপ্রেস” বলা নিয়ে এখন তৃণমূলকে রীতিমত চাপে রেখে একের পর এক আক্রমণ শুরু করেছে ভারতীয় জনতা পার্টি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!