এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিলেন দিলীপ ঘোষ? মন্তব্য ঘিরে জল্পনা!

বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিলেন দিলীপ ঘোষ? মন্তব্য ঘিরে জল্পনা!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচন নিয়ে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন দলের প্রচার কাজ শুরু হয়ে গেছে। সেখানে সম্প্রতি বলাগড়ের জিরাট বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে সভা করতে দেখা গেছে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে। সেইসঙ্গে সেই সভায় উপস্থিত ছিলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। আর এই সভা থেকেই বাংলায় শাসনভার নিজেদের করে নেওয়ার বার্তা শোনাতে গেখা গেছে তাঁকে।

বস্তুত, এদিন বলাগড় ব্লকের সিজা- কামালপুর পঞ্চায়েতের প্রাক্তন সিপিএম উপপ্রধান মামণি নায়েক-সহ অনেক রাজনৈতিক কর্মীকেই এদিন বিজেপিতে যোগদান করতে দেখা গেছে। সেখানে বিজেপির বলাগড় ব্লকের জিরাট মণ্ডলের সভাপতি দাবি করেছেন যে, বিভিন্ন দল থেকে ৫০০ জন কর্মী এ দিন বিজেপিতে যোগ দিয়েছেন।

সেইসঙ্গে এখনও এলাকার বহু তৃণমূল ও সিপিএম কর্মী গেরুয়া শিবিরের সঙ্গে যোগাযোগ রাখছেন বলেই জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, সিপিএম ছাড়াও তৃণমূলের একশো জন কর্মীও এ দিন বিজেপিতে যোগ দিয়েছেন বলেও জানিয়েছেন তিনি। যদিও তৃণমূল দলের এক নেতা এই কথা অস্বীকার করে জানিয়েছেন, তাঁদের দলের এক জন কর্মীও বিজেপিতে যাননি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, এই সভা থেকেই দিলীপ ঘোষ তৃণমূলের উদ্দেশ্যে কটাক্ষ বাণী শুনিয়েছেন। এদিন তিনি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেন যে, সরকারি টাকা খরচ করে রাজনৈতিক প্রচার চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে পুলিশ প্রশাসন চুপ করে বসে থাকেন বলেই অভিযোগ জানিয়েছেন তিনি।

তাঁর কথায়, তাঁরা সরকারি বৈঠকে গিয়েছেন, নাকি রাজনৈতিক বৈঠকে, তার জবাব সরকারকে দিতে হবে। এদিন তিনি বলেন, তৃণমূল আমপানের টাকা লুট করেছে। সিঙ্গুরে কারখানা হয়নি, চাষও হয়নি। বিজেপি কারখানা ও চাষ, দুই-ই চায় বলেই জানিয়েছেন তিনি। অন্যদিকে, বিধানসভা ভোটে বিজেপি হুগলির সব আসনে জিতবে বলেও দাবি করতে দেখা গেছে বিজেপির রাজ্য সভাপতিকে।

আর একই ‘দিবাস্বপ্ন’ বলে কটাক্ষ করেছেন তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদব। এদিন দিলীপ ঘোষের কথার জবাবে তিনি পাল্টা বলেছেন যে, ‘‘উনি যে অকথা-কুকথা বলতে পছন্দ করেন, তা সকলেই জানেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাজে জন্য কতটা নিবেদিত, তা সকলেই জানেন।” আর তাই তার জন্য দিলীপবাবুর সার্টিফিকেট লাগবে না বলেই জানিয়েছেন তিনি।

অন্যদিকে, এদিন সিপিএম থেকে বিজেপিতে যোগ দেওয়া মামণি নায়েক জানিয়েছেন, বিজেপির উপরে ভরসা ও আস্থা রেখে দুশোর বেশি কর্মী নিয়ে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। তবে তাঁর সঙ্গে এদিন বিজেপিতে যোগ দিতে দেখা গেছে জিরাটের কয়েক জন সিপিএম কর্মীকেও। তাঁদের মধ্যে একজন জানিয়েছেন, ‘সোনার বাংলা গড়তে তাঁরা বিজেপির ওপরেই আস্থা রেখেছেন।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!