এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দিলীপের অঙ্ক ভরসা দিচ্ছে না বলেই কি মুকুলকে নতুন করে অঙ্ক কষতে বলেছেন অমিত শাহ? বাড়ছে জল্পনা

দিলীপের অঙ্ক ভরসা দিচ্ছে না বলেই কি মুকুলকে নতুন করে অঙ্ক কষতে বলেছেন অমিত শাহ? বাড়ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –তৃণমূল হোক বা বিজেপি, যখন যে দলে থেকেছেন এবং নির্বাচনের পরে যে সংখ্যার কথা বলেছেন, সেই দল সেই সংখ্যায় পেয়েছে। স্বাভাবিকভাবেই ভোট রাজনীতি বোঝা মুকুল রায়কে এই কারণে অনেকেই পছন্দ করেন। সম্প্রতি দিল্লিতে বিজেপির বাংলাকে নিয়ে সাতদিনব্যাপী বৈঠক শুরু হয়েছে। যে বৈঠকের প্রথম দিনে উপস্থিত ছিলেন মুকুল রায়। কিন্তু সেখানেই বিজেপি নেতৃত্বের একাংশের দাবির সঙ্গে সহমত হতে পারেননি মুকুলবাবু। যার কারণে মুকুল রায়ের সঙ্গে বিজেপির দূরত্ব তৈরি হচ্ছে বলে নানা মহলে জল্পনা তৈরি হয়েছিল।

কিন্তু কি এমন ঘটনা ঘটেছিল, যার কারণে দিল্লির বৈঠক ছেড়ে এসেছেন মুকুল রায়? বস্তুত, এই বৈঠকে বাংলা থেকে বিজেপি কত আসন পাবে, তা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যের বক্তব্য জানতে চায়। আর তার পরিপ্রেক্ষিতেই বিজেপির একাংশ জানিয়ে দেয় যে, আগামী বিধানসভা নির্বাচনে 180 থেকে 190 টি আসন নিয়ে ক্ষমতায় আসবে ভারতীয় জনতা পার্টি। কিন্তু এই সংখ্যাতত্ত্বের প্রবল বিরোধিতা করেন মুকুল রায়।

বিশেষ সূত্রে খবর, তিনি বলেন, যত সহজ ভাবা হচ্ছে। ব্যাপারটা ততটা সহজ নয়। আর মুকুলবাবু একথা বলার পরেই বিজেপি রাজ্য নেতৃত্ব একাংশের সঙ্গে তার বিরোধ প্রকাশ্যে চলে আসে। যার পরবর্তী সময়কালে চোখের রেটিনার সমস্যা হয়েছে বলে কলকাতায় চলে আসেন বঙ্গ বিজেপির চাণক্য। অনেকে বলছেন, মুকুল রায়ের এই মন্তব্যে রাজ্য বিজেপির একশ্রেণীর পদাধিকারীরা তাদের ক্ষোভ উগরে দিলেও, বারবারই মুকুল রায়ের কথার উপর ভরসা করেছেন অমিত শাহ।

লোকসভা ভোট থেকে শুরু করে পঞ্চায়েত ভোট, মুকুল রায় যখন যে সংখ্যার কথা বলেছেন, তখন বিজেপি সেই সংখ্যা পেয়েছে। কিছুদিন আগেই রাজ্যের থেকে বিজেপি কত আসন পেতে পারে, তা নিয়ে একটি রিপোর্ট চেয়েছিলেন অমিত শাহ। যেখানে একটি গোপন রিপোর্টে বলা হয়েছিল, বাংলায় 90 থেকে 100 টি আসন পাবে ভারতীয় জনতা পার্টি। আর এর পরেই এই ব্যাপারে মুকুল রায় কি বলছেন, তা জানতে চান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। স্বাভাবিকভাবেই তারপর মুকুলবাবু তার তথ্য অমিত শাহকে পেশ করেছেন বলে খবর। তবে তিনি কি তথ্য পেশ করেছেন, তা এখনও জানা যায়নি।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু দিল্লির বৈঠকে এই ব্যাপারে কিছুটা মনোমালিন্য হওয়ার পর যেভাবে মুকুল রায় কলকাতায় ফিরে এসেছেন, তাতে তিনি আবারও কেন্দ্রীয় নেতৃত্বের ডাক পেয়েছেন বলে খবর। অনেকে বলছেন, অমিত শাহ ভালমতই জানেন, বাংলায় পরিবর্তন আনতে গেলে মুকুল রায়ের মত সাংগঠনিক ব্যক্তিকে দরকার‌। কেননা তার কর্মসূচি শুরু করে রাজনৈতিক পরিকল্পনা, সমস্ত কিছু তৃণমূলকে চাপে ফেলে দিতে পারে। তাই এই পরিস্থিতিতে দিলীপ ঘোষ এবং তার গোষ্ঠীরা বিজেপি বাংলায় ভালো ফল করবে বলে জানালেও অমিত শাহ যে মুকুল রায়ের সংখ্যাতত্ত্বের ওপর একটু বেশি করে জোর দিতে চাইছেন, তা বলার অপেক্ষা রাখে না।

আর এখানেই প্রশ্ন তৈরি হয়েছে, তাহলে রাজ্য বিজেপির একাংশ মুকুল রায়কে কোণঠাসা করতে চাইলেও অমিত শাহের কাছে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে মুকুলবাবুর? আর তাই এবার দিল্লির বৈঠক ছাড়ার পর আবার তাকে ডেকে পাঠানো হল? রাজনৈতিক মহলে এই ব্যাপারে তীব্র জল্পনা শুরু হয়েছে। একাংশের মতে, মুকুল রায়কে কখনও দমিয়ে রাখা যায়না তিনি ক্রিজে থাকতে ভালোবাসেন, তাই যখন রান নেওয়ার দরকার, তিনি তখন ঠিক রান নিয়ে নেন।

স্বাভাবিকভাবেই ধৈর্যশীলতার পরিচয় দেওয়া মুকুল রায় এবার তার খেলা দেখাতে শুরু করবেন। সব মিলিয়ে বিজেপি রাজ্য নেতৃত্বের সংখ্যাতত্ত্ব পেলেও, এবার মুকুল রায়ের উপরে যে বড়সড় ভরসা করতে চলেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, সেই ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক মহল। এখন শেষ পর্যন্ত মুকুলবাবু বিজেপি শীর্ষ নেতৃত্বকে বাংলা সম্পর্কে কি রিপোর্ট দেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!