এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নাগরিকত্বের বিরুদ্ধে রাস্তায় তৃণমূল, পাল্টা কটাক্ষ দিলীপ ঘোষের!

নাগরিকত্বের বিরুদ্ধে রাস্তায় তৃণমূল, পাল্টা কটাক্ষ দিলীপ ঘোষের!

 

প্রথম থেকেই নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে রাস্তায় নেমেছে তৃণমূল কংগ্রেস। একাধিক পদযাত্রা ও সভা-সমিতির মধ্যে দিয়ে এই আইন বাতিলের দাবি জানিয়ে বিজেপির বিরুদ্ধে গর্জে উঠেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি গোটা দলকে এই আইনের বিরুদ্ধে রাজনৈতিক কর্মসূচিও বাতলে দিয়েছেন তিনি।

আর নেত্রীর নির্দেশ মত শনিবার রাজ্যের 294 বিধানসভা কেন্দ্রে তৃণমূলে নেতা নেত্রীরা গণঅবস্থানের বসেন। যে অবস্থান থেকে অবিলম্বে এই নাগরিকত্ব আইন বাতিলের দাবি জানায় তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, তৃণমূলের অন্যান্য নেতা-নেত্রীদের মতই এদিন নিজ নিজ বিধানসভা এলাকায় বিক্ষোভে বসতে দেখা যায়, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, শশী পাঁজা এবং তাপস রায়দের মত ব্যক্তিত্বদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর সেখানেই বিজেপিকে কটাক্ষ করে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “পশ্চিমবঙ্গের মানুষ কখনই সিএএ বা এনআরসি গ্রহণ করবে না।” অন্যদিকে এনআরসি বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী দুই ধরনের কথা বলায় তা নিয়ে বিজেপিকে কটাক্ষ করেন রাজ্যের মন্ত্রী তাপস রায়।

তিনি বলেন, “বিজেপির দুই মাথা মোদি-শাহ দু’রকম কথা বলছেন। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দু’রকম যুক্তি খাড়া করছেন। বিজেপি সরকার গোটা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে।” এদিকে তৃণমূলের এই বিক্ষোভ কর্মসূচিকে নিয়ে কড়া ভাষায় আক্রমণ করতে দেখা যায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে।

এদিন তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদে রাস্তায় নেমেছেন। কিন্তু তার সঙ্গে তৃণমূলের কর্মী-সমর্থকরা নেই। মানুষ তৃণমূলের পাশ থেকে সরে গিয়েছে।” তবে যে যাই বলুন না কেন, নাগরিকত্ব সংশোধনী ইস্যুতে যেভাবে তৃণমূল-বিজেপির তরজা শুরু হয়েছে, তাতে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়! এখন সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!