এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দিলীপ ঘোষের সফরে আক্রান্ত পুলিশ! রণক্ষেত্র এলাকা!

দিলীপ ঘোষের সফরে আক্রান্ত পুলিশ! রণক্ষেত্র এলাকা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নিহত বিজেপি কর্মীকে শ্রদ্ধা জানাতে আসছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কিন্তু তার আসার আগেই শনিবার দাতনের কুশমী গ্রামে বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত হতে হয় পুলিশকে। যাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। এলাকায় পরবর্তীতে নিহত বিজেপি কর্মী পবন জানার মৃতদেহ নিয়ে গ্রামে মিছিল করতে দেখা যায় দিলীপ ঘোষকে।

প্রসঙ্গত উল্লেখ্য, এদিন সকালে কলকাতা থেকে পরিযায়ী শ্রমিক পবন জানার মৃতদেহ মেদিনীপুর জেলা বিজেপির কার্যালয়ে নিয়ে আসা হয়। আর সেখানেই উপস্থিত হন দিলীপ ঘোষ সহ অন্যান্য বিজেপি নেতারা। তারপরই জেলা কার্যালয় থেকে মিছিল করে বিশাল কনভয় নিয়ে তা দাতনের উদ্দেশ্যে রওনা দেয়। বিজেপির বক্তব্য, নিহত পরিযায়ী শ্রমিক পবন জানা তাদের দলের সমর্থক। গোষ্ঠী সংঘর্ষে তার খুন হয়। আর এতেই রীতিমত চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন দীলিপবাবু তাকে শ্রদ্ধা জানাতে আসার আগেই থানার সামনে বিজেপি কর্মীরা পুলিশকে লক্ষ্য করে হুমকি দিতে শুরু করে। লাঠি হাতে নিয়ে পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় বলেও অভিযোগ। যার ফলে বেশ কিছু পুলিশ কর্মী আহত হন। শুধু তাই নয়, সংবাদমাধ্যমের অনেক কর্মীকেও বিজেপি কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ ওঠে।

এদিন এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “25 বছরের তরতাজা যুবক গৃহ সম্পর্ক কর্মসূচিতে বাড়ি বাড়ি প্রধানমন্ত্রীর চিঠি বিলি করছিলেন। নিরপরাধ ওই যুবককে তৃণমূল খুন করেছে।” তবে সেই যুবকের পরিবারের তরফ থেকে অবশ্য তার ছেলে কোনদিনই কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয় বলে দাবি করা হয়েছে। যার ফলে বিজেপির রাজ্য সভাপতির বক্তব্য ঘিরে তৈরি হয়েছে প্রশ্ন চিহ্ন। সব মিলিয়ে দাতনে পরিযায়ী শ্রমিক মৃত্যুর ঘটনায় এখন তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!