এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > দিলীপ ঘোষের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রসংশা

দিলীপ ঘোষের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রসংশা

কার্যত দলীয় লাইনের বিরুদ্ধে হেঁটেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সততা নিয়ে ভূয়সী প্রসংশায় ভরিয়ে দিলেন বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্যসভাপতি দিলীপ ঘোষ। এর আগে সারদা এবং নারদ কেলেঙ্কারি নিয়ে বহু বার মুখ্যমন্ত্রীকেও বিদ্ধ করেছেন বিজেপি নেতৃত্ব, এমনকি ইঙ্গিত ছিল মুখ্যমন্ত্রীর পরিবারের দিকেও। কিন্তু এই প্রথম সেই অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে দিলীপবাবু মঙ্গলবার বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বা বিমান বসু, এ রকম পরিচ্ছন্ন ভাবমূর্তির কাউকে তো সিবিআই বা ইডি ডাকছে না! সিবিআই এবং ইডি যাঁদের ডাকছে, তাঁদের ভাবমূর্তি কেমন, খেয়াল করতে হবে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বলেই তো ডেকেছে! সিবিআই এবং ইডি-র নির্দিষ্ট কার্যপদ্ধতি আছে। তাতে সময় লাগতে পারে। কিন্তু বিজেপি কখনও তাদের প্রভাবিত করে না।
হঠাৎ করে দলীয় লাইন ছেড়ে এইভাবে মুখ্যমন্ত্রীকে শংসাপত্র দেওয়ায় স্বভাবতই ফিসফাস শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। বিশেষকরে রাজ্যসভার সংসদপদ ত্যাগকরে সাংবাদিক বৈঠকে যখন মুকুলবাবু যখন বলেন, মমতা ওই সব কেলেঙ্কারির বিষয়ে জানতেন না তখন সেই মন্তব্যের বিরুদ্ধে একযোগে সরব হয়েছিলেন দিলীপবাবুরা। তাই এমন পরিবর্তিত মন্তব্যে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়ে গেছে।অনেক রাজনৈতিক বিশেষজ্ঞের মতে, সারদা-নারদ দুই কেলেঙ্কারিতেই মুকুলবাবুর নাম রয়েছে, সিবিআই তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদও করেছে। ফলে ঘুরিয়ে তাঁর ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তুলে রাখলেন বিজেপি রাজ্য সভাপতি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!