এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কিশোরের জন্মদিনে নতুন ‘পাহেলী’ দিলীপের! বঙ্গ রাজনীতিতে আবারো ঝড় তুলে দিলেন বিজেপি সভাপতি!

কিশোরের জন্মদিনে নতুন ‘পাহেলী’ দিলীপের! বঙ্গ রাজনীতিতে আবারো ঝড় তুলে দিলেন বিজেপি সভাপতি!


বিপ্লব কর, কলকাতা – বঙ্গ রাজনীতিতে এখন বোধহয় সবথেকে বেশি শব্দ খরচ হয় বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষকে নিয়ে। বিগত কয়েক মাস থেকেই তিনি তাঁর বক্তব্য বা কাজের জন্য খবরের শিরোনামে! কখনো তিনি ‘বুকে পা দিয়ে রাজনীতি করার’ হুঙ্কার ছেড়ে রাজ্য রাজনীতিতে ঝড় তুলছেন, আবার কখনো ‘গরুর দুধে সোনা’র তত্ত্ব জানিয়ে আমজনতাকে ভাবনার ‘খোরাক’ দিচ্ছেন!

আর সেই তালিকায় নবতম সংযোজন, প্রবাদপ্রতিম গায়ক কিশোর কুমারের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন। তিনি তাঁর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে আজ সকালে একটি পোস্ট করেন – যেখানে লেখা ছিল, “জিন্দেগী কৈসী হ্যায় পাহেলী হায়, কভি তো হাসায়ে কভি য়ে রুলায়ে…….একদিন সপ্নো কে রাহি , চলা জায়ে সপ্নো সে আগে কাঁহা……”, আর দিলীপবাবুর এই পোস্ট সামনে আসতেই রীতিমত শোরগোল পরে যায় নেট দুনিয়ায়!

কেননা গানটি আসলে ‘আনন্দ’ সিনেমায় মান্না দে গেয়েছিলেন, এই গানের সঙ্গে কিশোর কুমারের কোনো সম্পর্কই নেই! ফলে, নেটিজেনরা সকলেই দিলীপবাবুকে তীব্র ভাষায় আক্রমন শুরু করেন, কিশোর কুমারের জন্মদিনে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি কি করে মান্না দের গান ব্যবহার করলেন? বিশেষ করে, কিশোর-মান্না দুজনেই বাংলা সঙ্গীতপ্রেমীদের হৃদয়ের অনেকটা জায়গা জুড়ে থাকেন! তাঁদের গান লোকের মুখে মুখে ঘুরে আজও! সেখানে এইভাবে ‘উদোর পিন্ডি, বুধোর ঘাড়ে’ তিনি চাপালেন কিভাবে?

যদিও, কিছুক্ষনের মধ্যেই তিনি সরিয়ে দেন ওই লেখা। কিন্তু, ততক্ষনে স্ক্রিনশট নিয়ে নেটিজেনদের ক্ষোভ উগড়ানো শুরু হয়ে গেছে! কেউ লিখেছেন – যা যা পাল্টে দিলেন কেন? আবার পল্টিবাজি রাজনীতি করছেন। আপনি আবার সেই ৪ জন সাংসদের মধ্যে একজন না তো? যেই মুকুল রায়, বাবুল সুপ্রিয়রা নিজেদের জায়গা বুঝে নিতে শুরু করেছেন অমনি পাল্টি মারার চিন্তা শুরু করে দিয়েছেন নাকি? আরেকজন লিখেছেন, কিশোর কুমার আর মান্না দের পার্থক্য করতে পারেন না! আপনি বাঙালি তো? সন্দেহ আছে!

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেউ কেউ তো আরেকধাপ এগিয়ে বলছেন, গরুর দুধে সোনা, বিদ্যাসাগরের লেখা সহজ পাঠের পর – এটা নাকি দিলীপবাবুর নবতম আবিষ্কার! ট্যুইটটি মুছে দিয়ে নতুন ট্যুইট করলেও – ক্ষোভ উগরে দিচ্ছেন গেরুয়া সমর্থকরাও! একজন লিখেছেন, আর মুছে দিয়ে কি হবে? যা ক্ষতি হওয়ার হয়ে গেছে! রাজনৈতিক বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছেন, দিলীপবাবুর এই পোস্টে আদতে বড় ক্ষতি হয়ে গেল না বঙ্গ বিজেপির? কেননা ইতিমধ্যেই তৃণমূল নেত্রী আওয়াজ তুলেছেন, বাংলা শাসন করবে বাঙালিরাই।

সেখানে দিলীপবাবুর একের পর এই ধরনের পদক্ষেপ বিনা কথাবার্তা তো বঙ্গ বিজেপির গায়ে বাংলা সম্বন্ধে ‘অজ্ঞতার’ স্টিকার সেঁটে দিচ্ছে! বিশেষ করে বাংলায় যদি পরিবর্তনের পরিবর্তন সত্যিই হয়, তাহলে সেখানে দিলীপবাবুও আছেন মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে! কেননা এখনও বিজেপি ঘোষিতভাবে কোথাও বলেনি, বিজেপির মুখ্যমন্ত্রী মুখ কে? তাই ত্রিপুরার উদাহরণ সামনে রেখে অনেকেই দিলীপবাবুকেই বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ‘ডার্ক হর্স’ বলছেন!

তা বিজেপির ‘হবু’ মুখ্যমন্ত্রী মুখের যদি বাংলা সম্পর্কে এহেন ধারণা থাকে, তাহলে কি তা বঙ্গ রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে? অধুনা টালিগঞ্জের অনেক পরিচিত মুখই গেরুয়াপন্থী। প্রকাশ্যে তাঁরা মুখ না খুললেও, তাঁদের বক্তব্য, দিলীপবাবুর এই পোস্ট নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছে তৃণমূল! ক্ষতি তো কিছুটা হয়েই গেল, নতুন কাউকে গেরুয়া শিবিরে যোগদানের কথা বলতে গেলে এইসব কটাক্ষ তো শুনতেই হবে!

এদিকে এই নিয়ে গেরুয়া শিবিরেরই এক বুদ্ধিজীবী সাংসদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি শুধু বলেন, কুছ তো লোগ কাহেঙ্গে, লোগো কে কাম হ্যায় কেহনা! ছোড়ো বেকার কি বাতো মেঁ, কাহি বিত না যায়ে রাইনা! তবে, তার থেকেও বড় কথা, গেরুয়া শিবিরের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে অন্য কথা! গতকাল সাংবাদিক বৈঠকে ‘বুকে পা দিয়ে রাজনীতি’ করার কথা ঘোষণা করার পর, ২৪ ঘন্টাও কাটে নি, তারপরে কি এমন ঘটল যে এই গানটিই তাঁর মাথায় এল?

তাঁর ওই সাংবাদিক বৈঠকের জেরে দিল্লিতে কি এমন কিছু ঘটে গেছে যে তিনি আপাতত ‘পাহেলী’ খুঁজে পাচ্ছেন? কিশোর কুমারকে স্মরণ করতে গিয়ে কোন ‘ধাঁধার’ জটে দিলীপবাবু আটকে গেলেন যে, গান গুলিয়ে শিল্পী গুলিয়ে নেট দুনিয়ায় ঝড় তুলে দিলেন! নাকি এটাও রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের নিজস্ব স্টাইলে আরেকটা প্রচারের স্টান্স – যেটা কেউ আপাতত ধরতে পারছেন না? বঙ্গের নেটিজেনরা আপাতত সেই ‘পাহেলী’র সমাধান করতেই ব্যস্ত!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!