এখন পড়ছেন
হোম > রাজ্য > প্রয়োজনে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়ে বিতর্কে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

প্রয়োজনে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়ে বিতর্কে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

রাজ্যে সদ্য সমাপ্ত সন্ত্রাস এবং হিংসার ঘটনার প্রতিবাদে এদিন  বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষএর নেতৃত্বে উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া থানা ঘেরাও করলো গেরুয়া শিবিরের কর্মী এবং সমর্থকেরা। এদিনের থানা ঘেরাও কর্মসূচীর সূত্রপাত হয় পুরুলিয়ার বলরামপুরে দলীয় কর্মী ত্রিলোচন মাহাত খুনের ঘটনার পর। এই ঘটনার পরে  শুক্রবার রাজ্যজুড়ে গেরুয়া শিবিরের রাজ্য নেতৃত্বের তরফে থানা ঘেরাও কর্মসূচীর সিদ্ধান্ত নেওয়া হয়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সেই সিদ্ধান্তের জেরেই এদিন হাবড়ায় থানা ঘেরাও করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ বেশ কিছু সংখ্যক দলীয় কর্মী ও সমর্থক। হাবড়ায় উপস্থিত হয়ে  দিলীপ ঘোষ পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযোগের সুরেই বললেন, ‘‘পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে খুন হচ্ছেন দলের কর্মীরা। মদত দিচ্ছে পুলিস। পুলিস শাসকদলের হয়ে কাজ করছে।’’ অভিজ্ঞ নেতা দিলীপ ঘোষের থেকে এহেন বক্তব্য শুনে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়  কার্যত ব্যাঙ্গের সুরেই বললেন, ‘‘ভোটের ফলে হতাশ হয়েই দিলীপ ঘোষ এসব কথা বলছেন।’’ এদিন থানা ঘেরাও কর্মসূচী ছাড়াও কাটোয়া-জলপাইগুড়ি-সহ কয়েকটি জায়গায় পুলিশের সাথে হাতাহাতিতে বেশ কয়েকজন বিজেপি কর্মী জড়িয়ে পড়েন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!