এখন পড়ছেন
হোম > রাজ্য > ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া পার্লামেন্ট আসন তৃণমূলকে ভুলে যেতে হবে: দিলীপ

ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া পার্লামেন্ট আসন তৃণমূলকে ভুলে যেতে হবে: দিলীপ

সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে পশ্চিম মেদিনীপুরে জেলা পরিষদে সাফল্যে না এলেও  গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েতে বেশ কিছু আসনে জয়লাভ করেছে গেরুয়া শিবির। শনিবার দলের বিজয়ী কর্মীদের নিয়ে বিজেপি দলের পক্ষ থেকে মেদিনীপুর শহরে সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। নিজের বক্তৃতায় দিলীপ বাবু তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে উপস্থিত দলীয় কর্মী সমর্থক সহ এলাকাবাসীর দৃষ্টি আকর্ষন করে বললেন, “পঞ্চায়েতে ট্রেলার সবে মাত্র, পুরো ফিলম লোকসভাতে দেখাব।”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 একই সাথে তিনি বললেন, “আগে দশ-বিশটা লোককে নিয়ে সভা করতে হতো। এখন বিজয়ী প্রার্থীদের সভাটাতেই বিদ্যাসাগর হল ছোট লাগছে। দেশে মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী সবই আছে আমাদের, বাংলাতে আমরা পঞ্চায়েত থেকে শুরু করলাম।এই যে বিজেপিতে আসার স্রোত শুরু হল… সামনের বছরের মে মাসে লোকসভার সময় তৃণমূল বুঝবে বাংলার লোক কী চায়। জঙ্গলমহলের ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া পার্লামেন্ট আসন তৃণমূলকে ভুলে যেতে হবে। গায়ের জোর খাটানোর চেষ্টা করলে আমরাও সেই ভাবে জবাব দেব, তখন জঙ্গলমহলে তৃণমূলের কোনো অফিস বা পতাকা থাকবে না।”  পাশাপাশি তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতাদের সমালোচনা করে তিনি বললেন , “তৃণমূলের পার্থবাবুর মতো নেতাদের বলছি, যাঁরা কলকাতায় বসে বাণী দেন, স্বপ্ন দেখেন জঙ্গলমহল হাসছে, তাঁরা নিজের চরিত্রগুলো পালটে নিন, না হলে সারা জীবনের জন্য হাসি বন্ধ করে দেব। কোয়ার্টার ফাইনালে জিতেছি, ফাইনাল ২০২১-এ মুখ্যমন্ত্রীকে বলব, নবান্ন থেকে কালীঘাটে যান। বাকিটা আমরা বুঝে নেব। জঙ্গলমহলে উনি যে কথা বলতেন সেসব মানুষ বিশ্বাস করেনি, আমাদের বিশ্বাস করে ভোট দিয়েছে। এজন্য জঙ্গলমহলকে স্যালুট।” দিলীপ বাবু এদিনের মন্তব্যের প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি দিলীপ ঘোষকে বিদ্রপ করে বললেন, “ক’টা আসন পেয়ে এই হাল! ভেবে দেখেননি তৃণমূলের ভোট-উন্নতি কেমন হয়েছে। লোকসভা পরে, কিছুদিনের মধ্যেই ওদের অনেকে আমাদের সঙ্গে যোগ দেবেন বলে কথা বলছেন। তখন লোক খুঁজতে হবে ওঁদের।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!