এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দিলীপ ঘোষের সমর্থনে মুখ খুলে বামেদের রোষের মুখে মহিলা সাংবাদিক ! পাল্টা দিলেন রিমঝিম মিত্র!

দিলীপ ঘোষের সমর্থনে মুখ খুলে বামেদের রোষের মুখে মহিলা সাংবাদিক ! পাল্টা দিলেন রিমঝিম মিত্র!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বর্তমানে কোন মানুষের কোনো কথা পছন্দ না হলে মানুষকে ট্রোল করতে বা মিম বানিয়ে তাকে অপ্রস্তুত করতে ছাড়েন না কেউ। কারো ব্যক্তিগত মতামত পছন্দ না হলেই তাকে অপদস্ত করা যেন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়া যে সর্বসাধারণের ব্যক্তিগত মতামত জানাবার একটা আন্তর্জাতিক মাধ্যম বা ক্ষেত্রে সেটা হয়তো অনেকেই ভুলে যান। তাই কোন ব্যক্তি যদি কোন কথা বলেন বা নিজের ব্যক্তিগত মতামত শেয়ার করেন সেখানেও সেটি পছন্দ না হলেই তাকে তুলধনা করা যেন প্রথা হয়ে দাঁড়িয়েছে। আর তিনি সেলিব্রিটি হলে তো কথাই নেই।

বর্তমানে সেরকমই এক ঘটনার সম্মুখীন হলেন 24 ঘন্টা নিউজ চ্যানেলের সাংবাদিক মৌপিয়া নন্দী। আমরা যারা খবর দেখি নিয়মিত, তাদের কাছে এই নামের মানুষটি অত্যন্ত চেনা। নিজের মতামত জানানোর ভঙ্গি বা সত্যকে মানুষের সামনে তুলে ধরার প্রচেষ্টা এবং তাঁর কাজের প্রতি নিষ্ঠা তাঁকে বর্তমানে একজন যোগ্যতম সাংবাদিকের জায়গায় তুলে ধরেছে।

সম্প্রতি দিলীপ ঘোষের সমর্থনে মুখ খোলায় তাকেও শিকার হতে হল মানুষের রোষের। বরাবরই বাম শিবিরের সমর্থক হিসেবে পরিচিত তিনি সম্প্রতি বিজেপির হয়ে সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট করেন। তার শেষে সম্পূর্ণ ব্যক্তিগত মত লিখে দেওয়ার পরেও কু-কথা থেকে বাদ যাননি এই মহিলা সাংবাদিক। তবে তাঁর সমর্থনে মুখ খুলেছেন অভিনেত্রী রিমঝিম মিত্র।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মমতা ব্যানার্জি বা দিলীপ ঘোষের মত নেতা নেত্রীর নামী প্রতিষ্ঠানের ডিগ্রি না থাকা বা তুখোড় ইংরেজি বলতে না পারা বা কোনো নেতা বা নেত্রী কিছু বললেই তা নিয়ে খিল্লি করার যে প্রবণতা তার মধ্যে রয়েছে, তা একটা অবাঞ্ছিত এলিটিজম বলেই মনে করেন এই সাংবাদিক। আর এই কথা প্রকাশ করতেই শুরু হয় নানা রকম মন্তব্য। বলা হয়, ওনার মধ্যে মহিলা সুলভ বিশৃঙ্খলা লুকিয়ে আছে। আর এই কথার প্রতিবাদ করতেই মুখ খোলেন অভিনেত্রী রিমঝিম মিত্র।

তিনি তাঁর ফেমিনিস্ট বাম দাদা দিদিদের উপর আমার সম্পূর্ণ আস্থা রেখে বলেন যে মহিলাসুলভ বিশৃঙ্খলা বলতে নিশ্চয়ই এর খুব প্রগ্রেসিভ গভীর কোনও মানে আছে। এরপর সাংবাদিক মৌপিয়া নন্দী তাঁকে মিম তৈরির মধ্যে সীমাবদ্ধ না রেখে আরো মহান বিষয়ের প্রতি ফোকাস করার পরামর্শ দেন সেই বাম সমর্থককারীদের। সাথে এই বিষয়টা তিনি যে বেশ ভালো মতোই উপভোগ করছেন সেটাও বলেন। তবে দিন দিন মানুষের বাকস্বাধীনতার ব্যাপারটি যে কোথায় গিয়ে দাঁড়াবে সেটাই ভাবিয়ে তুলেছে আমাদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!