এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দিলীপ-সৌমিত্রর মতান্তর প্রকাশ্যে, 2021 এর আগে বাড়ছে জল্পনা

দিলীপ-সৌমিত্রর মতান্তর প্রকাশ্যে, 2021 এর আগে বাড়ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূল কংগ্রেসের মাদার বনাম যুব সংগঠনের মধ্যেকার দ্বন্দ্ব বর্তমানে অত্যন্ত স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। তবে বিজেপির মত সাংগঠনিক এবং শৃঙ্খলা পরায়ন দলেও যে মাদার এবং যুব সংগঠনের মধ্যেকার দ্বন্দ্ব প্রকাশ্যে আসবে, তা অনেকেই কল্পনা করতে পারেননি। এবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে বিজেপির রাজ্য যুব মোর্চা সৌমিত্র খাঁর দলীয় কোন্দল প্রকাশ্যে চলে এল।

সূত্রের খবর, শুক্রবার বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ 29 টি জেলার যুব সভাপতিদের নামের তালিকা প্রকাশ করেন। আর এই তালিকা সোশ্যাল মিডিয়ায় বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়ার এক মিনিটের মধ্যেই তা মুছে দেওয়া হয়। যা নিয়ে এখন তৈরি হয়েছে বিতর্ক। হঠাৎ করেই কেন তালিকা দিয়েও তা মুছে দেওয়া হল?

এদিন এই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “ওটা যুব মোর্চার জেলা সভাপতিদের চূড়ান্ত তালিকা নয়। তাই তুলে নেওয়া হয়েছে। পরে তালিকা চূড়ান্ত করে প্রকাশ করা হবে। আমি সৌমিত্র খাকে বলেছি, আমরা চূড়ান্ত না করতেই তুমি কি করে ওই তালিকা পাঠিয়ে দিলে!” তবে সৌমিত্রবাবুর বক্তব্য, ওই তালিকা যে চূড়ান্ত তালিকা নয়, সেকথা তাকে কেউ জানায়নি। আর যুব সভাপতির এক মন্তব্য এবং মাদার সভাপতির আরেক মন্তব্যকে কেন্দ্র করে এখন টালমাটাল বিজেপির অন্দরমহল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলছেন, মুকুল রায়ের সঙ্গে দিলীপ ঘোষের দ্বৈরথের কথা সকলেরই জানা। বিজেপির অভ্যন্তরীণ এই চর্চা নিয়ে ব্যস্ত। আর এমত পরিস্থিতিতে একসময় তৃণমূলের সাংসদ সৌমিত্র খাঁ এই মুকুল রায়ের হাত ধরেই যোগদান করেছিলেন ভারতীয় জনতা পার্টিতে। আর তারপর থেকে রাজনৈতিক বিশেষজ্ঞরা বিজেপির সৌমিত্রবাবুকে মুকুলবাবুর লোক হিসেবেই ধরে নিয়েছিল।

অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নতুন করে দায়িত্ব পাওয়ার পর যুব মোর্চার সভাপতি মুকুল রায়ের অনুগামী বলে পরিচিত সৌমিত্র খাঁকে দেওয়ার পর বেশ ভালই সমস্ত কিছু চলছিল। কিন্তু এবার হঠাৎ করেই বিভিন্ন জেলার যুব মোর্চার সভাপতিদের তালিকা তৈরি করে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে না করতেই দিলীপবাবু সৌমিত্রবাবুর এই তালিকা নিয়ে প্রশ্ন তুলে দিলেন, তাতে মুকুল রায় বনাম দিলীপ ঘোষের দৈরক আরও একবার প্রকাশ্যে চলে এলো বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

একাংশ বলছেন, বিধানসভা নির্বাচনের আগে যদি এভাবেই চলতে থাকে, তাহলে তা গত লোকসভা নির্বাচনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে কারণে যে ফলাফল হয়েছিল, সেই ফলাফলেরই পুনরাবৃত্তি হতে পারে ভারতীয় জনতা পার্টির কাছে। এখন যুব মোর্চার সভাপতিদের এই নতুন তালিকা নিয়ে বিজেপির দিলীপ ঘোষ বনাম সৌমিত্র খাঁয়ের কোন্দল কোথায় গিয়ে শেষ হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!