এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মিথ্যা মামলা দিয়ে বিজেপি কর্মীদের গ্রেফতার করে পুলিশ দিয়ে বিজেপিকে আটকানো যাবে না: দিলীপ ঘোষ

মিথ্যা মামলা দিয়ে বিজেপি কর্মীদের গ্রেফতার করে পুলিশ দিয়ে বিজেপিকে আটকানো যাবে না: দিলীপ ঘোষ

“রাজ্যের আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে বর্তমান তৃণমূল সরকারের আমলে”- দীর্ঘদিন ধরেই রাজ্যে বিভিন্ন সভা সমিতিতে এসে এই অভিযোগই করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এবার রাজ্যের আইন-শৃঙ্খলা ইস্যুতে ফের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ শানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

প্রসঙ্গত উল্লেখ্য, বাগদেবীর আরাধনায় যখন মত্ত হয়ে উঠেছে গোটা রাজ্য, ঠিক তখনই সেই বাগদেবীর পুজোর উদ্বোধনে গিয়েই খুন হতে হয়েছে কৃষ্ণগঞ্জ তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে। আর যে ঘটনা নিয়ে তীব্র চাপানউতোর শুরু হয় এ রাজ্যে। আর এই গোটা ঘটনায় বিজেপিকে দায়ী করে ইতিমধ্যেই গেরুয়া শিবিরের বিরুদ্ধে অভিযোগ করতে শুরু করেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা।

কিন্তু লাগাতার যেভাবে রাজ্যের বিজেপি কর্মীদেরকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে এবার সেই ব্যাপারে শাসকের বিরুদ্ধে তীব্র আক্রমণ করতে দেখা গেল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। সূত্রের খবর, সোমবার বারুইপুরের এক দলীয় কার্যালয়ে কর্মীসভায় যোগ যোগ দেন দীলিপবাবু।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর সেখানেই এই তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের খুনের জন্য বিজেপি কর্মীদের কাঠগড়ায় তোলার বিরুদ্ধে এবং তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে দিলীপ ঘোষ বলেন, “কিছুদিন আগে জয়নগরের তৃণমূল বিধায়ককে খুনের চেষ্টা করা হল। এখন কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক খুন হলেন। এই রাজ্যে সাধারণ মানুষ থেকে জনপ্রতিনিধি কারোরই কোনো নিরাপত্তা নেই। রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। অপরাধীরা অবাধে ঘুরে বেড়াচ্ছে। আর পুলিশ আসল দোষীদের না ধরে বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিচ্ছে। কিন্তু এইভাবে ষড়যন্ত্র করে বিজেপি নেতা-কর্মীদের গ্রেফতারের চেষ্টা হলে এবার বিজেপি পথে নামতে বাধ্য হবে। আসল দোষীদের না ধরলে রাজ্যে আন্দোলন শুরু করবো আমরা।”

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সামনেই লোকসভা ভোট। আর সেই লোকসভা ভোটের আগে অহি-নকুল সম্পর্ক সৃষ্টিকারী দুই দল একে অপরের বিরুদ্ধে দোষারোপ পাল্টা দোষারোপের পালা চাপাতে ব্যস্ত। আর তাইতো কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনেও যখন তৃণমূলের হেভিওয়েট নেতা মন্ত্রীরা বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলছেন, ঠিক তখনই বিজেপির তরফ থেকে পাল্টা দিলীপ ঘোষ সমস্ত অভিযোগ ঝেড়ে ফেলে দিয়ে রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে আইনশৃঙ্খলা অবনতির অভিযোগ তুলে রাজ্য রাজনীতিতে ঝড় তুলে দিলেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!