এখন পড়ছেন
হোম > রাজ্য > “জ্যোতিপ্রিয় মল্লিকের মাথা ঠিক নেই” দাবি দিলীপ ঘোষের

“জ্যোতিপ্রিয় মল্লিকের মাথা ঠিক নেই” দাবি দিলীপ ঘোষের


নৈহাটির রেলওয়ে অডিটরিয়ামে পঞ্চায়েত নির্বাচনে জয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যের খাদ্য মন্ত্রী তথা উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বললেন , “পঞ্চায়েত নির্বাচনের পর জ্যোতিপ্রিয় মল্লিকের মাথা ঠিক নেই। উনি বলেছিলেন উত্তর ২৪ পরগনায় বিজেপি একটাও আসন পেলে উনি রাজনীতি ছেড়ে দেবেন। সন্ন্যাস নেবেন। ওর মতো ভোগী লোক কোনওদিন রাজনীতি ছাড়তে পারবেন না। আমরাই তাঁকে সন্ন্যাসে পাঠাব।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

জ্যোতিপ্রিয়র রাজনীতি ছাড়ার দিন এসে গেছে।” এছারাও এদিন সভা মঞ্চ থেকে রাজ্যের শাসক দলকে আক্রমনে কোনো কসুর করলেন না দিলীপ বাবু। তিনি বললেন “এখন মমতা ও জ্যোতিপ্রিয় কী বলছেন, তার কোনও গুরুত্ব নেই। বিজেপি কী বলছে তাই গুরুত্বপূর্ণ। জ্যোতিপ্রিয় রাজনীতি ছাড়ার কথা বলেছিলেন। উনি ঘোষণা করুন কবে রাজনীতি ছাড়বেন। যদি না ছাড়েন একবছর পর আমরাই তাঁকে রাজনীতি ছাড়া করব।” এদিনের সভা মঞ্চে নিজের বক্তৃতাই তিনি বাদ দিলেন না মহেশ তলা উপনির্বাচন প্রসঙ্গও। অভিজ্ঞ এই বিজেপি নেতা বললেন, “তৃণমূলের সন্ত্রাস করার অভ্যাস। ওরা করবেই। কেন্দ্রীয় বাহিনী আছে। ওরা সামলে নেবে। তবে মানুষ শান্তিতে ভোট দিতে পারবে। আর বিজেপি ভালো ফল করবে। সন্ত্রাস করলে পিঠে লাঠির বাড়ি খেতে হবে। যারা বাড়ি খাবে তারাই বুঝবে কে মেরেছে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!