এখন পড়ছেন
হোম > রাজ্য > তৃণমূলের নেতা-কর্মীদের ছাল ছাড়িয়ে নেব, মন্ত্রীরা বাইরে গেলে জামা খুলে ফিরতে হবে: দিলীপ

তৃণমূলের নেতা-কর্মীদের ছাল ছাড়িয়ে নেব, মন্ত্রীরা বাইরে গেলে জামা খুলে ফিরতে হবে: দিলীপ

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বক্তৃতা মানেই সেখানে হুমকি- ধমকি- হুঁশিয়ারী এই তিনের সমন্বয়। শুধু তাই নয় সাথে রয়েছে তাঁর বিনোদন মূলক বাচনভঙ্গিমা। পশ্চিমবঙ্গ রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের অনেক আগে থেকেই অপরিবর্তিত ভাবে একই রকম উপায়ে গেরুয়া শিবিরের  প্রচারকার্য চালিয়েছেন তিনি। রাজনৈতিক মহলের মতে দিলীপ বাবু মুখে যা হুমকি বা ধমকি দিয়েছেন কার্যক্ষেত্রেও তা নিষ্ঠার সাথে পালন করেছেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

শুক্রবার উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ায় থানা ঘেরাও কর্মসূচী অনুষ্ঠান থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে হুঁশিয়ারী দিয়ে প্রাজ্ঞ এই বিজেপি নেতা বললেন, “তৃণমূলের নেতা-কর্মীদের আমরা ছাল ছাড়িয়ে নেব। রাস্তায় আটকে দেব। মন্ত্রীরা কলকাতার বাইরে গেলে তাঁদের জামা-কাপড় খুলে ফিরে আসতে হবে। কিন্তু আমরা মারামারি করব না। ওঁরা এখন থেকেই সাবধান হোন। বাংলা ত্রিপুরা হয়ে যাবে। তৃণমূল বলে বিরোধীদের হাত-পা ভেঙে দেবে। আমরা কী ভাঙব তা পরে বলব। ভবিষ্যতের কথা ভেবে ওঁরা রাশ টানুন।” গেরুয়া শিবিরের পরামর্শের মান্যতা না দিলে রাজ্যের শাসক দলের নেতা কর্মীদের পক্ষে তা কষ্টকর হবে জানিয়ে তিনি বললেন, ” আমাদের লোক ওঁদের পালিশ করে ছেড়ে দেবে। তিন বছর পর কে নবান্নে থাকবে তা কেউ বলতে পারে না। মহেশতলায় যেমন ভোট হল, সেরকম ভাবেই ভোট হবে। রাজ্য পুলিস, সরকারি কর্মীরা তখন চা খাবে আর টিভি দেখবে।”

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!