এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > শোভন চ্যাটার্জী প্রসঙ্গে এবার মুখ খুলে জল্পনা বাড়ালেন দিলীপ ঘোষ

শোভন চ্যাটার্জী প্রসঙ্গে এবার মুখ খুলে জল্পনা বাড়ালেন দিলীপ ঘোষ

বঙ্গ রাজনীতিতে এখন লক্ষ টাকার প্রশ্ন, কলকাতার মহানাগরিক তথা রাজ্যের গুরুত্ত্বপূর্ন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় কি সত্যিই তৃণমূল কংগ্রেস ছাড়ছেন? ছাড়লেও, কবে ছাড়ছেন তিনি? কি হতে চলেছে তাঁর ভবিষ্যৎ রাজনৈতিক পদক্ষেপ? মুকুল রায়ের দেখানো পথেই কি তিনিও গেরুয়া শিবিরে যোগ দেবেন? এই নিয়ে তিনি কার্যত নিশ্চুপ থাকায় জল্পনা ক্রমশ বাড়ছে রাজনৈতিক মহলে। এই প্রসঙ্গে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলে জল্পনা আরো বাড়লেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি এদিন জানান, সব নোংরা আমরা নেব কেন? তাদের কাছেই থাক। আমরা তাদের নিয়ে নেব, এমন অবস্থা বিজেপির হয়নি। দিলীপবাবুর এহেন মন্তব্যের পর জল্পনা ছড়ায় তাহলে কি শোভনবাবুর জন্য বিজেপির দরজা চিরতরে বন্ধ হয়ে গেল? নাকি, শাসকদলের শেষ মুহূর্তের কোনো ‘মাস্টারস্ট্রোকে’ শোভনবাবুর দলছাড়ার প্রক্রিয়া যাতে ব্যাহত নাহয়, তাই সেই সম্পর্কে উদাসীনতা দেখাচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি? উত্তরের খোঁজে এখন আগামী বুধবারের দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। কেননা বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরানুযায়ী আগামী বুধবারেই মন্ত্রীত্ত্ব থেকে ইস্তফা দিতে পারেন শোভন চট্টোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!