এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পিবি এক্সক্লুসিভ: রাজ্যের পরিস্থিতি ও মহেশতলার ফল নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ

পিবি এক্সক্লুসিভ: রাজ্যের পরিস্থিতি ও মহেশতলার ফল নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ


পঞ্চায়েত নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যজুড়ে শাসকদল তৃণমূল কংগ্রেসের লাগামহীন সন্ত্রাস চলছে বলে দাবি বিরোধী দল বিজেপির। আর শাসকদলের অত্যাচারে আহত ও ঘরছাড়া দক্ষিণ ২৪ পরগনার গোসাবা অঞ্চলের বিজেপি কর্মী-সমর্থকরা বলে দাবি। শুধুমাত্র বিজেপি করার অভিযোগে শাসকদলের হাতে আক্রান্ত হওয়ায় স্থানীয় নেতৃত্ত্বের তরফে দাবি ওঠে রাজ্য নেতৃত্ত্ব এসে সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে এর সুরাহা করুক। আর স্থানীয় নেতৃত্ত্বের দাবিকে মান্যতা দিয়ে রাজ্য নেতৃত্ত্বের তরফে গতকাল গোসাবাতে হাজির হন স্বয়ং বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আক্রন্তদের পাশে দাঁড়িয়ে দিলীপবাবু প্রিয়বন্ধু বাংলাকে এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে নিজের ক্ষোভ উগরে দেন। তিনি স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রাজ্যের শাসকদলকে আক্রমন করে জানান, রাজ্যে কোনো গণতন্ত্র নেই, শাসকদলের নেতারাই তৃণমূলের পতাকা হাতে নিয়ে এইধরনের কাজ করে যাচ্ছে। আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ শুধুমাত্র বিজেপি করার জন্য বা বিজেপিকে ভোট দেওয়ার জন্য। তৃণমূলের এই নেতা-কর্মীদের হাত থেকে রক্ষা পাচ্ছেন না মহিলারাও। দিলীপবাবু জানান, রাজ্যের এই অগণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে রীতিমত উদ্বিগ্ন, আহতদের পাশে দাঁড়িয়ে তাঁদের সবরকম সাহায্যের প্রতিশ্রুতিও দেন তিনি। এরপর আমাদের সাংবাদিকের করা প্রশ্নের উত্তরে তিনি জানান, মহেশতলা উপনির্বাচনে সবথেকে ভালো ফল করবে বিজেপি। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সেই এক্সক্লুসিভ সাক্ষাৎকারের একঝলক –

https://www.youtube.com/watch?v=v6bIfZIqWBg

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!