এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা >   দিলীপ ঘোষের নতুন টিমে কে কে জায়গা পেতে চলেছেন ! জোর গুঞ্জন!

  দিলীপ ঘোষের নতুন টিমে কে কে জায়গা পেতে চলেছেন ! জোর গুঞ্জন!


 

দ্বিতীয়বারের জন্য রাজ্য বিজেপির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দিলীপ ঘোষ। আর দীলিপ বাবুর নেতৃত্বেই 2021 এর বিধানসভা নির্বাচন যে বিজেপিকে ফেস করতে হবে, তা জানেন প্রত্যেকেই। কিন্তু বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ একুশের বিধানসভা নির্বাচনে সাফল্য আনতে তার রাজ্য কমিটিতে কাকে কাকে নিয়ে আসবেন, তা নিয়ে বর্তমানে চরম জল্পনা তৈরি হয়েছে।

সূত্রের খবর, চলতি মাসের বাজেট অধিবেশন শেষ হওয়ার পরই আগামী তিন বছরের জন্য বঙ্গ বিজেপির নতুন টিম ঘোষণা করবেন দিলীপ বাবু। যার দিকে এখন তাকিয়ে রয়েছে প্রায় প্রত্যেকেই। প্রসঙ্গত, বর্তমানে সহ সভাপতি, সাধারণ সম্পাদক, সম্পাদক এবং মোর্চা সভাপতির নাম ঘোষণা করা বাকি রয়েছে। কেননা এই মুহূর্তে যে সমস্ত ব্যক্তিরা এই পদগুলিতে রয়েছেন, তারা পদহীন অবস্থাতেই রয়েছেন।

তাই সেদিক থেকে নিজেদের মতো করে নিজেদের লবি শক্ত করতেই ব্যস্ত হয়ে পড়েছেন এই সমস্ত নেতারা। তাই 2021 এর বিধানসভা নির্বাচনের আগে যাতে বিজেপির রাজ্য কমিটিতে অনেকেই স্থান পান, তার জন্য এদিন সর্বভারতীয় বিজেপির সভাপতির দায়িত্ব নেওয়ার অনুষ্ঠানে বাংলা থেকে প্রায় ছোট-বড় সব নেতারাই উপস্থিত ছিলেন দিল্লিতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞদের একাংশ বলছেন, 2021 এর বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপি যদি সাফল্য পেয়ে যান, তাহলে তা দিলীপ ঘোষের কৃতিত্ব বলেই দাবি করা হবে। কিন্তু দিলীপ ঘোষ একা নন, তারাও যে এই কৃতিত্বের ভাগিদার, তা প্রমাণ করতে এখন থেকেই রাজ্য কমিটিতে স্থান পেতে চাইছেন বিজেপি রাজ্যস্তরের অনেক নেতা। ফলে সর্বভারতীয় সভাপতি পদে জেপি নাড্ডার দায়িত্ব গ্রহণের দিন বাংলার অনেক বিজেপি নেতারা দিল্লিতে গিয়েছিলেন বলে মত একাংশের। কিন্তু কার কার আশা পূর্ণ হবে! কে, কেই বা রাজ্য কমিটিতে থাকবে! এখন তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে গুঞ্জন।

এদিন এই প্রসঙ্গে রাজ্য বিজেপির এক নেতা বলেন, “বিজেপিতে এভাবে নেতা ধরে পথে টিকে থাকা যায় না। ভিন দল থেকে আসা বহু নেতা এই অবস্থান নিলেও, আদি বিজেপি নেতারা কাজে মন দিয়েছেন।” অনেকে বলছেন, এদিন বিজেপি রাজ্য স্তরের অনেক নেতা দিল্লিতে গেলেও, নাগরিকত্ব আইনের সমর্থনে প্রচার করায় বাংলাতে থেকে নিজের কাজে মনোযোগী হয়েছিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। ফলে সেদিক থেকে সায়ন্তনবাবু রাজ্য কমিটিতে গুরুত্বপূর্ণ স্থান পেতে পারেন বলে মনে করছে একাংশ। এখন গোটা পরিস্থিতি ঠিক কোন দিকে মোড় নেয়! সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!