এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দিলীপ ঘোষকে গলায় দড়ি দিয়ে ঝোলার পরামর্শ হেভিওয়েট তৃণমূল নেতার, জোর চাঞ্চল্য রাজ্যে

দিলীপ ঘোষকে গলায় দড়ি দিয়ে ঝোলার পরামর্শ হেভিওয়েট তৃণমূল নেতার, জোর চাঞ্চল্য রাজ্যে

এতদিন তৃণমূলের বিরুদ্ধে কেন্দ্রের দেওয়া চাল চুরির অভিযোগ আঁচিল বিজেপি কিন্তু এদিন বানারহাটের বিজেপির অফিস থেকে চাল উদ্ধার হওয়ার পর পাল্টা দিয়ে শুরু করেছে তৃণমূল ও।

এদিকে অনেকদিন তেমন কোনো মন্তব্য করেন নি বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মন্ডল। কিন্তু এদিন সেই নিয়েই বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে একহাত নিলেন অনুব্রত মন্ডল। এফসিআই-এর গুদামের চাল বের করে পার্টি অফিসে ঢোকাতে লজ্জা লাগে না। বিজেপির প্রতি প্রশ্ন করলেন অনুব্রত মণ্ডল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূলের দাবি, দিন দুয়েক আগে বানারহাটে বিজেপির এক পার্টি অফিস থেকে বস্তা বস্তা চাল উদ্ধার করা হয়েছে। তাদের আরও অভিযোগ স্থানীয় রেশন এজেন্ট তাঁর কোটার পুরো চালই বিজেপির হাতে তুলে দিয়েছেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে জেলা বিজেপি থেকে রাজ্য বিজেপির নেতারা। ছয়মাস আগেই তারা ওই পার্টি অফিসের দখল ছেড়ে দিয়েছিলেন।

এদিন অনুব্রত মণ্ডল বলেন, ” লজ্জা থাকা দরকার। তৃণমূল বিজেপির মতো নোংরা রাজনীতি করতে জানে না। মানুষের সঙ্গে মেশার ক্ষমতা নেই বিজেপি নেতাদের।”

সাথে তিনি বলেন যে, এফসিআই-এর চাল বিজেপি পার্টি অফিসে ঢুকল কী করে, বিজেপি সরকার কে জবাব দিতে হবে। তিনি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে বলছেন পশ্চিমবঙ্গের দায়িত্ব যাঁরা রয়েছেন তাঁরা চোর, চোর, চোর। এরকম ভয়ঙ্কর চোর কেউ আগে দেখেনি। দিলীপবাবু এর থেকে গলায় দড়ি নিয়ে ঝুললে ভাল হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!