এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পুর নির্বাচনের আগে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিলেন দিলীপ, অস্বস্তিতে তৃণমূল!

পুর নির্বাচনের আগে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিলেন দিলীপ, অস্বস্তিতে তৃণমূল!

গত লোকসভা নির্বাচনে সারা বাংলা জুড়ে বিজেপির উত্থান ছিল চোখে পড়ার মত। আর বিজেপি সাফল্য পাওয়ার পরে বিভিন্ন জায়গা থেকে তৃণমূলে নাম লেখানোর হিড়িক পড়ে যায়। যার ফলে কিছুটা হলেও অস্বস্তিতে পড়ে ভারতীয় জনতা পার্টি। শুধু তাই নয়, এককালে খড়্গপুরে বিজেপির দিলীপ ঘোষ জয়লাভ করলেও, সদ্যসমাপ্ত বিধানসভা উপনির্বাচনে সেই খড়গপুর চলে যায় তৃণমূলের দখলে। তবে এবার সেই খড়গপুর পুনরুদ্ধারে আসলে নামলেন এখানকার ভূতপূর্ব বিধায়ক তথা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

সূত্রের খবর, শনিবার খড়্গপুরে এসে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে দেখা করে এনআরসির পক্ষে বোঝানোর চেষ্টা করেন বিজেপির রাজ্য সভাপতি। আর তারপরই তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে তৃণমূলের অনেক কাউন্সিলর বিজেপিতে যোগ দিতে চাইছেন বলে বিস্ফোরক মন্তব্য করেন দিলীপ ঘোষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন তিনি বলেন, “তৃণমূলের অনেক কাউন্সিলার আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। কিন্তু পরিস্থিতির চাপে তারা আসতে পারছেন না। অনেক কাউন্সিলার উপনির্বাচনের আগে থেকেই যোগাযোগ রাখছেন। তৃণমূল উপ নির্বাচনে জিতলেও তাদের মনোভাব বদলায়নি। কারণ তারা শুধু পুর নির্বাচন নিয়ে ভাবছেন। আমি সকলকে বিজেপির পতাকা দিতে রাজি। টিকিট দেওয়ার বিষয়ে পরে ভাবব।” পাশাপাশি ভয় দেখিয়ে, পুলিশের পক্ষ থেকে মামলা দিয়ে অনেক কাউন্সিলার ভাঙ্গানো হয়েছে বলেও দাবি করেন দিলীপ ঘোষ।

এদিকে দিলীপ ঘোষ তৃণমূলের অনেক কাউন্সিলর বিজেপিতে আশা নিয়ে বিস্ফোরক মন্তব্য করায় এখন রাজ্য রাজনীতিতে জড়িয়ে পড়েছে জল্পনা। এদিন দিলীপ ঘোষের মন্তব্যের পাল্টা তাঁকে কটাক্ষ করেছেন খড়গপুর শহর তৃণমূল সভাপতি রবিশংকর পান্ডে। এদিন তিনি বলেন, “গত চার বছর ধরে দিলীপ ঘোষের মুখে একথাই শুনছি। তবে একজন কাউন্সিলরও আমাদের ছেড়ে যাননি।”

একইভাবে জেলা তৃণমূলের সভাপতি অজিত মাইতি বলেন, “উপনির্বাচনের পরে খড়গপুর তো বটেই, গোটা রাজ্যেই দিলীপ ঘোষ গুরুত্বহীন হয়ে পড়েছেন। তিনি তৃণমূল ভাঙ্গানোর কথা বলার পরে উপনির্বাচনে মানুষ ওদের কাউন্সিলরদের ওয়ার্ডেই আমাদের জিতিয়েছে।” তবে যে যাই বলুক না কেন, দিলীপ ঘোষ তৃণমূল কাউন্সিলরদের নিজেদের দলে যোগদানের ব্যাপারে যে বিস্ফোরক মন্তব্য করলেন, তা বাস্তবে কতটা সত্যি হয়! এখন সেদিকেই নজর থাকবে রাজনৈতিক পর্যবেক্ষকদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!