এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দুর হাই-ভোল্টেজ সাংবাদিক বৈঠকের আগের দিনই তাঁর খাসতালুকে দিলীপের সভা, বাড়ছে জল্পনা

শুভেন্দুর হাই-ভোল্টেজ সাংবাদিক বৈঠকের আগের দিনই তাঁর খাসতালুকে দিলীপের সভা, বাড়ছে জল্পনা


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পূর্ব মেদিনীপুর, অধিকারী পরিবার – এই সমস্ত কিছু নিয়েই এখন জল্পনা শুরু হয়েছে গোটা রাজ্যে। মন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর শুভেন্দু অধিকারী তার অবস্থান খুব তাড়াতাড়ি স্পষ্ট করবেন বলে জানা যাচ্ছে। বিশেষ সূত্র মারফত খবর, আগামী রবিবার তিনি সাংবাদিক বৈঠক করে তার সিদ্ধান্তের কথা জানিয়ে দেবেন।

স্বাভাবিকভাবেই কি করবেন শুভেন্দু অধিকারী, তা নিয়ে জল্পনা ক্রমশ অব্যহত। আর এই পরিস্থিতিতে এবার শুভেন্দু অধিকারীর সেই হাইভোল্টেজ সাংবাদিক বৈঠকের আগের দিন পূর্ব মেদিনীপুরের রামনগরে সভা করতে চলেছে ভারতীয় জনতা পার্টি। যে সভায় উপস্থিত থাকার কথা রয়েছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।

যার ফলে এখন নতুন করে গুঞ্জন তৈরি হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা রাজনীতিতে। এদের এই প্রসঙ্গে কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, “সামনে বিধানসভা নির্বাচন। বড় সভা-সমিতি বেশি করে করার চেষ্টা চলছে। তৃণমূলের সঙ্গে কার সম্পর্ক কোন দিকে গেল, সেদিকে আমাদের নজর নেই। আমাদের সঙ্গে কেউ যুক্ত হতে চাইলে তাকে স্বাগতম।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারীকে নিয়ে যখন জল্পনা চলছে, তখন বিজেপির এক পক্ষ আশা করছেন যে, শুভেন্দু অধিকারী যদি তাদের দলে আসেন, তাহলে তাদের সংগঠন অনেকটাই মজবুত হতে শুরু করবে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসকে চাপে রাখা সম্ভব হবে। তবে কি করবেন শুভেন্দু অধিকারী, তা আগামী রবিবার তার সাংবাদিক বৈঠক থেকেই স্পষ্ট হয়ে যাবে বলে দাবি করছেন একাংশ।

আর তার আগে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পূর্ব মেদিনীপুরের এই সভা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অনেকেই দাবি করতে শুরু করেছেন, শুভেন্দু অধিকারীর সাংবাদিক বৈঠকের আগে দিলীপ ঘোষ তাকে নিয়ে এই সভা থেকে যদি কোনো মন্তব্য করেন, তাহলে তা রাজ্য রাজনীতিতে জল্পনাকে ক্রমশ বাড়িয়ে দিতে শুরু করবে।

আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, সাম্প্রতিককালে তৃণমূলের পক্ষ থেকে সেই শুভেন্দু অধিকারীকে নিয়ে আলোচনায় বসা হয়েছিল। কিন্তু লাভের লাভ কিছু হয়নি। যার পরবর্তীতে সৌগত রায়ের মত প্রবীণ তৃণমূল সাংসদকে ম্যাসেজ করে শুভেন্দু অধিকারী নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। আর তারপর থেকেই জল্পনা আরও বাড়তে শুরু করেছে। একাংশ কার্যত নিশ্চিত, শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে আর থাকবেন না।

তবে তৃণমূলে যদি তিনি না থাকেন, তাহলে তিনি কোথায় যাবেন, তা নিয়ে জল্পনা ক্রমশ ঊর্ধ্বমুখী। তাই এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী যেদিন সাংবাদিক বৈঠক করবেন বলে মনে করছেন সকলে, তার আগের দিন পূর্ব মেদিনীপুরের রামনগরে দিলীপ ঘোষের এই সভা থেকে উঠে আসা বার্তা নিয়ে চর্চা শুরু হয়ে যাবে রাজনৈতিক মহলে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!