এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দিলীপ ঘোষের সভার আগেই বিজেপি ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত সবং, বাড়ছে রাজনৈতিক উত্তাপ!

দিলীপ ঘোষের সভার আগেই বিজেপি ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত সবং, বাড়ছে রাজনৈতিক উত্তাপ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন। তার আগে এখন বিভিন্ন জায়গায় তৃণমূল এবং বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ তৈরি হতে দেখা যাচ্ছে। যার ফলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে বঙ্গ রাজনীতিতে। দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ, বিভিন্ন জায়গায় দুই রাজনৈতিক দলের সংঘর্ষ এখন রাজ্যের আইনশৃঙ্খলাকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে। আর এবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সভার আগে শুক্রবার উত্তপ্ত হয়ে উঠল সবংয়ের মোহাড় এলাকা।

তৃণমূল থেকে বিজেপি দু’পক্ষের বিরুদ্ধেই উঠেছে বোমাবাজির অভিযোগ। পাল্টা তৃণমূলের পক্ষ থেকে তাদের একটি দলীয় অফিসে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ তোলা হয়েছে। আর গোটা ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ময়দানে নামতে দেখা গেছে ভারতীয় জনতা পার্টিকে। বিজেপি রাজ্য সভাপতির সফরের আগে এইভাবে দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যকার সংঘর্ষ এখন ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

জানা গেছে, শুক্রবার দুপুরে বুড়ালে সভা করার কথা ছিল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। আর দিলীপ ঘোষ এই সভার উদ্দেশ্যে যোগ দিতে আসাকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপির মধ্যে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সূত্রের খবর, এদিন হঠাৎ করেই এলাকায় ব্যাপক বোমাবাজি শুরু হয়। আর তারপরেই দু’পক্ষের মধ্যে সংঘর্ষ তৈরি হয়। যেখানে লাঠি নিয়ে এক পক্ষ অন্য পক্ষকে আক্রমণ করে। সামনে যখন বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে আসছে, তখন দিলীপ ঘোষের সভাকে কেন্দ্র করে বিজেপি এবং তৃণমূলের মধ্যে এই সংঘর্ষ এবং বোমাবাজির ঘটনা এলাকার উত্তেজনা অনেকটাই বাড়িয়ে দিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই এই ব্যাপারে একদল অন্য দলের দিকে অভিযোগের আঙুল তুলতে শুরু করেছে। এদিন এই প্রসঙ্গে বিজেপির মন্ডল সভাপতি উত্তম সামন্ত বলেন, “আমাদের কর্মীরা যখন মিছিল করে দিলীপবাবুর সভায় আসছিলেন, সেইসময় তৃণমূল কর্মীরা তাদের ওপর হামলা চালায়। বোমাবাজি করা হয়। আমাদের কয়েকজন কর্মী গুরুতর জখম হয়েছেন। আমরা পুলিশকে জানালেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। তার প্রতিবাদে আমরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাই।” যদিও বা বিজেপির সেই অভিযোগকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।

এদিন এই প্রসঙ্গে ব্লক তৃণমূল সভাপতি অমল পন্ডা বলেন, “আমাদের কর্মীরা পার্টি অফিসে বসেছিলেন। সেখানে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা অতর্কিতে তাদের ওপর হামলা চালায়।” একইভাবে এই ব্যাপারে বিজেপির বিরুদ্ধে সরব হয়ে পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ আবুকালাম বক্স বলেন, “ময়নার বাকচা থেকে লোক নিয়ে এসে বিজেপি আমাদের কর্মীদের ওপর হামলা করে। আমাদের পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।” সব মিলিয়ে দিলীপ ঘোষের সভার আগে যেভাবে সবংকে উত্তপ্ত হতে দেখা গেল, তাতে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকাজুড়ে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!