এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দিলীপ ঘোষকে কালো পতাকা দেখাতেই তুমুল মারপিট বিজেপি-তৃণমূলে! গুঁড়িয়ে গেল শাসকদলের পার্টি অফিস

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখাতেই তুমুল মারপিট বিজেপি-তৃণমূলে! গুঁড়িয়ে গেল শাসকদলের পার্টি অফিস


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক সংঘর্ষ ক্রমশ বাড়তে শুরু করেছে। এবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কালো পতাকা দেখানো নিয়ে ব্যাপক সংঘর্ষের সৃষ্টি হল তৃণমূল এবং বিজেপির মধ্যে। যেখানে তৃণমূলের পার্টি অফিস ভেঙে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠতে শুরু করেছে।

বলা বাহুল্য, বর্তমানে বিভিন্ন জায়গায় তৃণমূল এবং বিজেপি দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ লক্ষ্য করা যাচ্ছে। কোথাও গুলি এবং বোমাবাজির মত ঘটনা ঘটতেও দেখা যাচ্ছে। যার ফলে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহলে। আর এবার বিজেপির রাজ্য সভাপতিকে কালো পতাকা দেখানো নিয়ে ব্যাপক সংঘর্ষ সৃষ্টি হল রাজ্যের দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে।

সূত্রের খবর, শনিবার বর্ধমানে দুটি দলীয় কর্মসূচিতে যোগ দিতে আসেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। যেখানে সকালে জেলা কার্যালয়ে বৈঠক করে বিকেলে জামালপুর থানার সাহাপুরে প্রগতি ময়দানে দলীয় সভায় অংশ নিতে যান তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অভিযোগ, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে নেমে সাহাপুরে যাওয়ার সময় আমরা-নুড়ি মোড়ে বেশ কয়েকজন তৃণমূলের কর্মী সমর্থক দিলীপ ঘোষকে উদ্দেশ্য করে কালো পতাকা দেখায়। তার কনভয় হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে। এদিকে তৃণমূলের পক্ষ থেকে এই হামলা চালানোর সাথে সাথেই বিজেপির পক্ষ থেকে পাল্টা ইট পাটকেল ছোড়া হয়। যার ফলে রণক্ষেত্রের সৃষ্টি হয় এলাকায়। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন, তৃণমূলের থেকে বিজেপির লোক সংখ্যায় বেশি থাকায় শেষ পর্যন্ত তৃনমূলের কর্মী-সমর্থকরা পালিয়ে যায়।

জানা যায়, এরপরে রাস্তার পাশে থাকা তৃণমূলের একটি কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায় ভারতীয় জনতা পার্টির কর্মীরা। আর তারপরেই সভাস্থলের উদ্দেশ্যে রওনা দেন তারা। স্বাভাবিকভাবেই দিলীপ ঘোষকে উদ্দেশ্য করে কালো পতাকা দেখানো এবং তাকে কেন্দ্র করে যেভাবে তৃণমূলের পার্টি অফিস ভাঙ্গার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে, তাতে রীতিমত চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়।

যদিও বা এই ঘটনায় তৃণমূল এবং বিজেপির মধ্যে রাজনৈতিক বচসা চরম আকার ধারণ করেছে। এদিন এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “ক্ষমতা হারানোর ভয়ে তৃণমূল এসব করছে। আমাদের কর্মীদের মিথ্যা কেস দেওয়া হচ্ছে। এদিনের ঘটনায় দলের কয়েক জনকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে কেস দিলে বা গ্রেপ্তার করা হলে থানার সামনে বসব। আমি নিজে সভায় উপস্থিত থাকব। পুলিশকে সতর্ক হতে বলছি। না হলে সমস্যায় পড়তে হবে।” তবে বিজেপির তোলা এই অভিযোগকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।

এদিন এই প্রসঙ্গে জামালপুরের প্রাক্তন বিধায়ক তথা জেলা তৃণমূলের কো অর্ডিনেটর উজ্জল প্রামাণিক বলেন, “কনভয়ে থাকা ভিন রাজ্যের কয়েকজন হিন্দিভাষী দুষ্কৃতী এই ঘটনা ঘটিয়েছে। লাঠি, লোহার রড, তলোয়ার নিয়ে আমাদের লোকজনের উপর হামলা চালিয়েছে। বিজেপি রাজ্যে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে।” সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, বিজেপি-তৃণমূলের এই রাজনৈতিক সংঘর্ষে এলাকার শান্তি বজায় রাখতে কতটা সক্ষম হয় পুলিশ, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!