এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দিলীপ ঘোষকে ফের নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল

দিলীপ ঘোষকে ফের নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনের নিরিখে ক্রমশ বাড়ছে তৃণমূল এবং বিজেপির লড়াই। বীরভূমে তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে হামেশাই বিস্ফোরক মন্তব্য করতে দেখা যায় বিভিন্ন সময়ে, তা নিয়ে বিতর্কও কম হয়নি। অনুব্রতা মন্ডল সোজাসুজি রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে উল্লেখ করে রীতিমতো হুংকার দিলেন। নজিরবিহীন আক্রমণ করলেন তাঁকে।কিছুদিন আগেই দলীয় সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর প্রতি অশালীন মন্তব্য করেন। আর সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার অনুব্রত মণ্ডলের এই নজিরবিহীন আক্রমণ বলে মনে করা হচ্ছে।

তবে দিলীপ ঘোষের মতনই এদিন অনুব্রত মণ্ডল ভাষা সম্পর্কে মোটেই সচেতন হননি বলে জানা যাচ্ছে। পূর্ব বর্ধমান আউসগ্রামে মঙ্গলবার তৃণমূলের বুথ ভিত্তিক কর্মী সম্মেলন ছিল। তারপর সাংবাদিকদের মুখোমুখি হন অনুব্রত মন্ডল। দিলীপ ঘোষ সম্পর্কিত প্রশ্ন করা হলে অনুব্রত মণ্ডল সাথে সাথেই মেজাজ হারান এবং তিনি পাল্টা দিলীপ ঘোষকে ফোর টোয়েন্টি, দালাল, পাগল বলে অভিহিত করেন যা রীতিমতো কুকথা বলে পরিচিত রাজনৈতিক জগতে। মঙ্গলবার আউসগ্রাম এক ব্লকের আলিগ্রাম হাইস্কুল মাঠে তৃণমূলের বুথ সম্মেলন ছিল। অনুব্রত মণ্ডলের পাশাপাশি এই সম্মেলনে হাজির ছিলেন বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মাল।

দলীয় সূত্রে খবর, এদিন আউসগ্রাম এক ব্লকের গুসকরা 2, দিগনগর 1, দিগনগর 2 এবং বিল্বগ্রাম অঞ্চলের কর্মীদের নিয়ে বুথ সম্মেলন হয়। তাঁদের সঙ্গে কথা বলে সংগঠনের খোঁজ খবর নেন অনুব্রত। বুথ সম্মেলনে অবশ্য সাংবাদিকদের প্রবেশ নিষেধ ছিল। সম্মেলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বীরভূম তৃণমূল সভাপতি। এরপর অনুব্রত মণ্ডলকে একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন করেন যখন সাংবাদিকরা, তখন অনুব্রত মণ্ডল যথেষ্ট আত্মবিশ্বাসী ভাবেই স্পষ্ট জানিয়ে দেন একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল 220 থেকে 230 টি আসন অধিগ্রহণ করবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি তিনি স্পষ্ট জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় না থাকলেই রাজ্যের প্রতিটি প্রকল্প যেমন স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, রুপশ্রী, যুবশ্রী প্রমুখ একের পর এক বন্ধ হয়ে যাবে। এ প্রসঙ্গে অনুব্রত মণ্ডলের ইঙ্গিত যে গেরুয়া শিবিরের দিকে সে কথা বলাই বাহুল্য।পাশাপাশি এদিন অনুব্রত মণ্ডল বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলে বলেন, বিজেপি একসময় 15 লক্ষ টাকা দেবে বলেছিল জনসাধারণকে, কিন্তু তা দেয়নি। তিনি প্রশ্ন তোলেন, তাহলে মানুষ কেন বিজেপিকে ভোট দেবে!

অন্যদিকে অনুব্রত মণ্ডলের বাছা বাছা বিশেষণ এবং অভিযোগের ভিত্তিতেই এখনো পর্যন্ত রাজ্য বিজেপি সভাপতি কিংবা বিজেপির শীর্ষ নেতৃত্বের কাউকেই কোন প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি। বিশেষজ্ঞদের মতে, নির্বাচনের আবহে বরাবরই দেখা গেছে রাজনৈতিক নেতারা প্রায়শই বেফাঁস মন্তব্য করেন। একই সাথে চলে কুকথার ঝড়। তবে অনুব্রত মণ্ডল দিলীপ ঘোষের অশালীন মন্তব্যের পরিপ্রেক্ষিতে আজকে পাল্টা যেভাবে কুকথার ঝড় তুললেন তা যথেষ্ট ঝড় তুলবে রাজনৈতিক মহলে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি অনুব্রত মণ্ডল দিলীপ ঘোষকেই যে অনুসরণ করলেন, সে কথাও এক বাক্যে মেনে নিচ্ছে রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!