এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দিলীপ ঘোষকে তীব্র আক্রমণ মিমির, জেনে নিন

দিলীপ ঘোষকে তীব্র আক্রমণ মিমির, জেনে নিন


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের রাজনীতিতে জমে উঠেছে শাসক-বিরোধী তরজা। শাসক দল ও বিরোধীদলের নেতারা একে অপরের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন। অনেক সময় কুরুচিকর মন্তব্যও করতে দেখা যাচ্ছে তাঁদের। সম্প্রতি, রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে গিয়ে, তাঁকে গালিগালাজ পর্যন্ত করেছিলেন বলে অভিযোগ উঠেছিল। এবার টুইট করে দিলীপ ঘোষের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন যাদবপুরের তারকা তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী।

প্রসঙ্গত, শাসক শিবিরের নেতা- মন্ত্রীদের বহুবার তীক্ষ্ণ ভাষায় কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর জোরালো বক্তব্যের জন্য তিনি যথেষ্ট প্রসিদ্ধ। কিছুদিন আগে বিজেপির এক সভা থেকে রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে একাধিক বক্তব্য রেখেছিলেন তিনি। সেসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ প্রকাশ করেছিলেন তিনি। অভিযোগ উঠেছে, সেসময় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বলতে গিয়ে তাঁকে রীতিমত গালিগালাজ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে বেশি বাড়াবাড়ি না করার কথাও বলেছিলেন তিনি।

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এমন বক্তব্য রাখার পর তা নিয়ে প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। এর উত্তরে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছিলেন যে, শাসক দলের নেতা- মন্ত্রীরা মিথ্যে কথা বললে, তিনি বাধ্য হন কুকথা বলতে। তবে, খোদ মুখ্যমন্ত্রীকে নিয়ে এধরনের কথা বলায় তা নিয়ে বিতর্ক ছড়িয়েছিল বহুদূর। এই আবহে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করলেন যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। টুইট করে তিনি প্রশ্ন করেছেন যে, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকি শালীনতার সীমা ছাড়ানোর অভ্যাস শুরু করলেন?

আপনার মতামত জানান -

অন্যদিকে, দলের জনসংযোগ বাড়াতে বিজেপি বেছে নিয়েছে চায় পে চর্চার মতো জনসংযোগ মুলক কর্মসূচিকে। আজ রবিবার দীঘা ভ্রমণের পর চায় পে চর্চায় যোগদান করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সে সময় তাঁর সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার, পূর্ব মেদিনীপুর জেলা বিজেপি সভাপতি অনুপ চক্রবর্তী সহ বেশকিছু বিজেপির নেতা কর্মী।

আজ রবিবার পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ১ ব্লকের দীঘা মোহনা থেকে শুরু করে ওল্ড দিঘা পযর্ন্ত প্রাতভ্রমণ করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানে খেজুর রস পান করতে দেখা গেছে তাঁকে। প্রাতভ্রমণ শেষ করার পর ওল্ড দীঘার সমুদ্র সৈকতের পাশে চায় পে চর্চা যোগদান করলেন তিনি। আজ দীঘাতে বেড়াতে আসা খুদে পর্যটকদের সঙ্গে মজা করতে দেখা গেছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!