এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দিলীপ ঘোষই কি ডুবিয়েছেন বিজেপিকে? বাবুল সুপ্রিয়র বিস্ফোরক বক্তব্যে ঝড় বঙ্গ রাজনীতিতে

দিলীপ ঘোষই কি ডুবিয়েছেন বিজেপিকে? বাবুল সুপ্রিয়র বিস্ফোরক বক্তব্যে ঝড় বঙ্গ রাজনীতিতে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত বিধানসভা নির্বাচনে বিজেপি ২০০ টি আসনের লক্ষ্যমাত্রা রেখেছিল, কিন্তু মাত্র ৭৭ টি আসনে আটকে পড়ে বিজেপির বিজয়রথ। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই তীব্র ভাঙ্গন চলছে বিজেপিতে। একের পর এক বিধায়ক, সাংসদ বিজেপি ছাড়তে শুরু করেছেন। বিধানসভা নির্বাচনে বিজেপির শোচনীয় পরাজয়ের জন্য দলের সদ্য-প্রাক্তন হয়ে যাওয়া রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেই দায়ী করলেন সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে আসা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।

বিজেপির এমন বিপর্যয়ের জন্য সম্পূর্ণ ভাবে তিনি দায়ী করলেন দিলীপ ঘোষকে। বাবুল সুপ্রিয় জানালেন যে, দিলীপ ঘোষ যদি আলপটকা মন্তব্য না করতেন, তবে বিজেপি বাংলাতে ৭৭ নয়, এর চেয়ে অনেক বেশি আসনে জিততে পারতো। ইতিহাস তার বিচার করবে। দিলীপ ঘোষ যে ভাষা ব্যবহার করেছেন, তা কোনদিন তাঁর ভাল লাগেনি। তিনি জানালেন, দিলীপ ঘোষের সঙ্গে দেখা হলে হাসিমুখে তাঁর সঙ্গে কথা হতো। কিন্তু সে হাসির মধ্যে ব্যঙ্গ ঠাসা থাকতো।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বাবুল সুপ্রিয় জানালেন, একসময় দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীকে বলেছিলেন যে, বারমুডা পরতে। তাঁর এই ধরনের মন্তব্য কে সমর্থন করতে পারেননি তিনি। আর এর সঙ্গে সঙ্গেই তিনি জানালেন যে, দলে যদি রাজনীতির লোকদের নেওয়া হত, তাহলে কোন সমস্যা থাকে না। কিন্তু তিনি বুঝতে পারছেন না দিলীপ ঘোষ আসানসোলে গিয়ে কয়লা মাফিয়াদের কেন দলে নিয়েছিলেন? প্রকাশ্যেই তিনি এর বিরোধিতা করেছিলেন। কিন্তু আজ তাদের দলে দেখা যাচ্ছে না।

বাবুল সুপ্রিয় আরও জানালেন যে, রাজনীতিতে তাঁর পরে এসেছেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের তুলনায় রাজনীতি ক্ষেত্রে সিনিয়ার তিনি। তবে সেই সঙ্গে তিনি এটাও জানান যে, পশ্চিমবঙ্গে বিজেপিকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে দিলীপ ঘোষের ভূমিকা অবশ্যই রয়েছে। প্রসংগত, দলের ভরাডুবির জন্য দিলীপ ঘোষকেই দায়ী করলেন তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়। ইতিপূর্বে বারবার বাবুল সুপ্রিয়র সঙ্গে মতান্তর, মতভেদ, বাকযুদ্ধ দেখা গেছে দিলীপ ঘোষের। বিজেপি ছেড়ে যাবার পর বাবুল সুপ্রিয়কে পলিটিকাল টুরিস্ট হলেও কটাক্ষ করতে দেখা গিয়েছিল দিলীপ ঘোষকে।

এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো বক্তব্য রাখতে দেখা যায়নি দিলীপ ঘোষকে। এবার দিলীপ ঘোষ এ বিষয়ে কি বক্তব্য রাখেন? সেদিকে লক্ষ রয়েছে বঙ্গ রাজনীতির। তাঁর পাল্টা জবাবের দিকে তাকিয়ে আছে গোটা রাজনৈতিক মহল। বস্তুত, আজ দিলীপ ঘোষের বিরুদ্ধে যেভাবে বক্তব্য রেখেছেন বাবুল সুপ্রিয়? তা ঝড় তুলে দিয়েছে বঙ্গ রাজনীতিতে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!