এখন পড়ছেন
হোম > জাতীয় > ২২ আসনের লক্ষ্যে লোকসভার প্রস্তুতি বিজেপির – দিলীপ থেকে লকেট, একাধিক চমক

২২ আসনের লক্ষ্যে লোকসভার প্রস্তুতি বিজেপির – দিলীপ থেকে লকেট, একাধিক চমক


২২ আসনের লক্ষ্যে লোকসভার প্রস্তুতি বিজেপির – দিলীপ থেকে লকেট, একাধিক চমক দেখে নিন। সামনের পঞ্চায়েত নির্বাচন নয়, প্রধান নজর ২০১৯ লোকসভা ভোট।রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ প্রার্থী হতে চলেছেন মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে খবর এমনটাই। আর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে খোদ কেন্দ্রীয় নেতৃত্ব-র তরফ থেকে। এদিকে মেদিনীপুরেও বিজেপি তাই জোর দিয়ে শুরু করেছে সংগঠন বাড়াতে। লোকসভা ভোটে অন্তত ২২টি আসন টার্গেট করেছে বিজেপি।তার মধ্যে প্রথম হলো মেদিনীপুর লোকসভা। সেখানে বর্তমান সাংসদ তৃণমূলের সন্ধ্যা রায়।বিজেপির মতে তিনি কোনো ভাবেই জনপ্রিয় নন। ফলে সেই সুযোগকে কাজে লাগিয়েই সামনের লোকসভা নির্বাচনে মেদিনীপুর লোকসভা জিততে চাইছে বিজেপি। অন্যদিকে বীরভূম থেকে লকেট চট্টোপাধ্যায় ও আলিপুরদুয়ার থেকে মাদারিহাটের বিধায়ক মনোজ টিগ্গার নাম প্রায় চূড়ান্ত করে ফেলেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব খবর এমনটাই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!