এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পরিযায়ী শ্রমিক নিয়ে মমতা-দিলীপ তরজা তুঙ্গে! জোর শোরগোল!

পরিযায়ী শ্রমিক নিয়ে মমতা-দিলীপ তরজা তুঙ্গে! জোর শোরগোল!


লকডাউনের কারনে ভিন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকরা এখন নিজের রাজ্যে ফিরতে শুরু করেছেন। একসাথে এত শ্রমিক ফেরায় করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে বাংলায়। এই পরিস্থিতিতে কিছুদিন আগেই রেল এবং কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন একসাথে এত শ্রমিককে পাঠানো হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি।

আর মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলা এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে তাকে পাল্টা প্রশ্ন করে কোণঠাসা করার চেষ্টা করে ভারতীয় জনতা পার্টি। এমতাবস্তায় এবার ফের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খোলায় তাকে আবার কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সূত্রের খবর, এদিন নবান্নের সাংবাদিক বৈঠকে পরিযায়ী শ্রমিকরা ফিরে আসায় কেন্দ্রের কাছে আর্থিক দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, “ইতিমধ্যে প্রায় সাড়ে 8 লক্ষ পরিযায়ী শ্রমিক ফিরে এসেছে‌। 10 জুনের মধ্যে সেই সংখ্যাটা সাড়ে দশ লক্ষ হবে। কেন্দ্রের উচিত প্রত্যেক পরিযায়ী শ্রমিককে পিএম কেয়ার ফান্ড থেকে 10 হাজার টাকা করে দেওয়া হোক।” আর মমতা বন্দ্যোপাধ্যায় একথা বলায় তাকে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি বলেন, “প্রথম থেকেই পরিযায়ী শ্রমিকদের ফেরানো নিয়ে অনীহা দেখিয়েছেন মুখ্যমন্ত্রী। দিনের পর দিন কষ্ট পেতে হয়েছে বাংলার শ্রমিকদের। মমতা দিদি কেমন, সেটা তারা হাড়ে হাড়ে বুঝতে পারছে। এদের মধ্যে একটা বড় অংশ সংখ্যালঘু সম্প্রদায়। তারা ক্ষেপে আছেন। তাই এখন ড্যামেজ কন্ট্রোল করতে মমতা বন্দ্যোপাধ্যায় আসরে নেমেছে। তবে কেন্দ্রকে দোষ দিয়ে মিথ্যা কথা বলে কোনো লাভ হবে না। সবাই সবকিছু বুঝে গেছে।” এদিকে কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে আসা একের পর এক স্পেশাল ট্রেন “করোনা এক্সপ্রেস” বলে অভিহিত করেন।

এদিন সেই প্রসঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে পাল্টা জবাব দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “ওই কথাটা বলে শ্রমিকদের অপমান করেছেন মুখ্যমন্ত্রী। এখন শ্রমিকরা ক্ষেপে গিয়েছেন। তাদের খুশি করতে এবার সরকার কেন্দ্রের কাছে টাকার জন্য দরবার করছে। ওনার লক্ষ্যই হলো কেন্দ্রের উপরে সব কিছু চাপিয়ে দেওয়া। কেন্দ্র রেশনের চাল দেবে, ডাল দেবে, গম দেবে। আর উনি খালি মাতব্বরি করবেন।”

অর্থাৎ এদিন পরিযায়ী শ্রমিকদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সাংবাদিক বৈঠক থেকে কেন্দ্রের বিজেপি সরকারের প্ররোচনায় যাতে কেউ পানা দেন, তার পক্ষে সওয়াল করেছিলেন। আর সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন দিলীপ ঘোষ। যেখানে কিছুদিন আগে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানো নিয়ে আপত্তি জানিয়েছেন, একথা তুলে ধরে ঘাসফুল শিবিরের সর্বোচ্চ নেত্রীকে কোণঠাসা করার চেষ্টা করলেন বঙ্গ বিজেপির সভাপতি বলে মত রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!