এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দিলীপের বদলার পাল্টা দিতে মাঠে নামলেন তৃণমূল সাংসদ! দিলীপকে বললেন চুনো পুটি!

দিলীপের বদলার পাল্টা দিতে মাঠে নামলেন তৃণমূল সাংসদ! দিলীপকে বললেন চুনো পুটি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজনীতিতে শাসক-বিরোধী তরজা নতুন কিছু নয়। 2021 এর বিধানসভা নির্বাচনে তৃণমূলকে সরাতে উদগ্রীব ভারতীয় জনতা পার্টি। অন্যদিকে বিজেপিকে আটকাতে তৎপর তৃণমূল কংগ্রেস। আর এই পরিস্থিতিতে এবার নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং দিলীপ ঘোষকে কড়া ভাষায় আক্রমণ করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, এদিন যুব তৃণমূলের উদ্যোগে শালেপুর 1 নম্বর অঞ্চলে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আর সেখানেই উপস্থিত হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন এই তৃণমূল সাংসদ। এদিন তিনি বলেন, “বাংলায় করোনা আক্রান্ত অনেকটাই কমে হয়েছে। দেশ অদক্ষ মানুষ নরেন্দ্র মোদীর হাতে রয়েছে। যদি কাঁসর ঘন্টা বাজালে করোনা চলে যেত, সবাই তাই বাজাত। শুধু নিজেকে তুলে ধরা ছাড়া কোনও কাজ নেই। মন কি বাত, দিল কি বাত, মাথা কি বাত হয়েছে। কাম কি বাত কিছু নেই। পশ্চিমবঙ্গ বিজেপি গুন্ডাবাজি করছে। দিলীপ ঘোষ গুন্ডা দলের সভাপতি।”প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই দিলীপ ঘোষ বলেছিলেন, বাংলায় 2021 এ তারা ক্ষমতায় আসলে যেমন বদলা নেব, তেমনই পশ্চিমবঙ্গকে বদলে দেব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন সেই প্রসঙ্গে দিলীপবাবুকে আক্রমণ করেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বদলাতে তো কোনদিনই পারবি না। বদলা নিতে যেদিন আসবি, হাত ভেঙে ছিল দেব। তুমি খড়্গপুরের কত বড় মাস্তান, আমি দেখতে চাই। সিপিএম জমানায় তোমার টিকি তো দুরের কথা, মাথায় চুল দেখা যায়নি। সে নাকি বদলা নেবে! দিলীপ ঘোষ তুমি এসো। কত মারতে পারো দেখতে চাই। একটা মারলে হাজারটা হাত ভেঙে দেব। কোনো ছাড়াছাড়ি নেই। সিপিএমের সঙ্গে লড়াই করে এসেছি। দিলীপ ঘোষ তো বাচ্চা চুনোপুটি। দিলীপ ঘোষরা যদি একজনকে মারতে পারে, তাহলে আমরাও দশজনকে মারবো।”

এদিকে নরেন্দ্র মোদি, অমিত শাহ, দিলীপ ঘোষকে আক্রমণ করার পাশাপাশি কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরীকেও কড়া ভাষায় আক্রমণ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “একজন আছে আরএসএসের সবথেকে বড় দালাল। তিনি হলেন অধীর চৌধুরী। এর থেকে বড় দালাল আর কোথাও নেই। শুধু সময়ের অপেক্ষা রয়েছে, কতক্ষণে পালটি খাবে।”

বিশেষজ্ঞরা বলছেন, এদিন যেভাবে বিজেপির হেভিওয়েট নেতাদের কটাক্ষ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তাতে রীতিমত উত্তেজনা বাড়ছে। যেভাবে দিলীপ ঘোষ, নরেন্দ্র মোদি এবং অমিত শাহকে কখনও চুনোপুটি, আবার কখনও বা অদক্ষ বললেন এই তৃণমূল সাংসদ, তাতে বিজেপির পক্ষ থেকে কল্যানবাবুকে পাল্টা কোনো বক্তব্য দেওয়া হয় কি না, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!