এখন পড়ছেন
হোম > রাজ্য > দিদিমনির হাঁটু তো কাঁপছে, সিপিএমের মতোই ডুববেন, ত্রিপুরা থেকে বিজেপির হুঙ্কার

দিদিমনির হাঁটু তো কাঁপছে, সিপিএমের মতোই ডুববেন, ত্রিপুরা থেকে বিজেপির হুঙ্কার

দিদিমনির তো হাঁটু কাঁপছে এমনটাই দাবি করলেন দিলীপ ঘোষ। শনিবার ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে জয়লাভের পর অসম রাইফেলসের মাঠে অনুষ্ঠিত হলো মন্ত্রীসভার শপথ গ্রহণ অনুষ্ঠান । বিজেপির অন্য সব নেতা মন্ত্রীদের সাথে বাংলা থেকে বিজেপি নেতৃত্বের মধ্যে হাজির ছিলেন দিলীপ ঘোষ, মুকুল রায়, লকেট চট্টোপাধ্যায়ে মতো শীর্ষ সারির নেতা নেত্রীরা। শপথ গ্রহণ অনুষ্ঠানের মঞ্চ থেকে পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিপীল ঘোষ আত্মবিশ্বাসের সুরে বললেন, ”ত্রিপুরা দেখিয়ে দিয়েছে, অসম্ভব বলে কিছু নেই! আমাদের ওখানে দিদিমনির তো হাঁটু কাঁপছে! এখন সিপিএমকে ধরেছেন। সিপিএম ডুবেছে ত্রিপুরায়। এ বার উনিও ডুববেন!”বিজেপি নেতা সৌমেনকান্তি পাল বললেন , ”দেখলেন, ত্রিপুরার ছবিটা কী রকম পাল্টে গেল! আগে বাংলা থেকে সব দলের নেতারা আসতেন ত্রিপুরাকে উদ্বুদ্ধ করতে। এ বার ত্রিপুরা বাংলাকে পথ দেখাবে।” একই সময়ে ত্রিপুরা বিজয়ের পর আতবিশ্বাসে ভরপুর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখন কলকাতায় নিজের ভাষণে বলছেন, ”অবশেষে পাল্টেই দিলেন আপনারা!” বাংলা বিজয়ের জন্যে ত্রিপুরা বিজেপির পর্যবেক্ষক সুনীল দেওধর কে বাংলায় কাজের দায়িত্বভার দেওয়া হবে এইরকম অনুমান করা হলেও , দলের সাধারণ সম্পাদক রাম মাধব বললেন, ”এ রকম কোনও পরিকল্পনা এখনও হয়নি। কৈলাসজি (বিজয়বর্গীয়) আছেন, শিবপ্রকাশজিও দেখছেন।”২৭ বছরে মন্ত্রিত্ব পাওয়া সান্ত্বনা চাকমা জানালেন , ”শুধু কথা বললে হয় না। কাজ করলে ফল মেলে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!