এখন পড়ছেন
হোম > রাজ্য > মানুষ যাতে ভোট দিতে না পারে সেই ব্যবস্থা পাকা করেছে রাজ্য সরকার: দিলীপ ঘোষ

মানুষ যাতে ভোট দিতে না পারে সেই ব্যবস্থা পাকা করেছে রাজ্য সরকার: দিলীপ ঘোষ


আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রচারে বাঁকুড়া জেলা সফর করছেন  বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন দলীয় কর্মী ও সমর্থক এবং এলাকার সাধারণ মানুষের জন্যে আয়োজিত সভায় রাজ্যের শাসক দলের সমালোচনার কোনো সুযোগ হাতছাড়া করলেন না তিনি। দিলীপ বাবু তাঁর ভাষণে বললেন,”বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে চেয়েছিল তৃণমূল। সেটা না হওয়ায় এখন নিরাপত্তাবাহিনী ছাড়া ভোট করতে চাইছে।” তিনি আরও দাবি করে বললেন রাজ্যের শাসক দল এই নির্বাচনে যাতে সাধারণ মানুষ তাদের পছন্দের নেতা মনোনীত করতে না পারে তার ব্যবস্থা তৈরী রেখেছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিন সভার শেষে তিনি সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের জানালেন, “প্রথমে ওরা চাইছিল যাতে কোনও প্রতিদ্বন্দ্বী না থাকে। সেই কারণে মনোনয়ন দিতে দিচ্ছিল না। এখন চাইছে নিরাপত্তাবাহিনী ছাড়াই ভোট করাবে। সেই কাজে প্রায় সফল হয়ে গিয়েছে।” উল্লেখ্য গত বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত নির্বাচনের সময়সূচী প্রকাশ করেছে। এবারে সময়সূচী থেকে জানা যাচ্ছে গোটা রাজ্যে একই দিনে প্রায় ৫৮ হাজার আসনে পঞ্চায়েত নির্বাচন হবে। প্রথম থেকেই রাজ্য সরকার এমনই চাইছিলো। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বললেন,  “এক দফায় ভোট হলে মানুষের নিরাপত্তা থাকবে না। আর সেটাই তৃণমূল চাইছে।সাধারণ মানুষ ভোট যাতে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে বনা পারে সেই ব্যবস্থা পাকা করে ফেলেছে রাজ্য।” তিনি জানালেন এত রকম বিরুদ্ধতা থাকলেও বিজেপি আসন্ন নির্বাচনে দৃঢ়তার সাথে প্রতিদ্বন্দ্বীতা করবে । এবং এই লড়াইয়ে রাজ্যের সাধারণ মানুষ বিজেপির পাশে থাকবে বলেও তিনি দাবি করেছেন।

আজ থেকে প্রিয় বন্ধু বাংলার অফিসিয়াল ফেসবুক আইডি হল – Priyo Bandhu Bengali

আমাদের সব খবর, সমস্ত আপডেট পাওয়া যাবে এখানেই – https://www.facebook.com/pbmediaofficial/

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!