এখন পড়ছেন
হোম > রাজ্য > বাস্তবে দিলীপ ঘোষ কোনও রাজনৈতিক নেতৃত্বই নন, জল্পনা চরমে নিয়ে বক্তব্য সৌরভের

বাস্তবে দিলীপ ঘোষ কোনও রাজনৈতিক নেতৃত্বই নন, জল্পনা চরমে নিয়ে বক্তব্য সৌরভের

”বাস্তবে দিলীপ ঘোষ কোনও রাজনৈতিক নেতৃত্বই নন।”জানালেন এআইডিএসওর সম্পাদক সৌরভ ঘোষ। এদিন আইন অমান্য আন্দোলন কর্মসূচিতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মন্তব্য করেন যাঁরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি ভেঙে দিয়েছেন, তাঁরা যে কয়েকটা দিন পুলিশের ‘আশ্রয়ে’ আছে থাকুন, জেল থেকে বের হলেই তাঁদের হাল কী হবে, তার দায়িত্ব কেউ নেবে না।” আর তাঁকে পাল্টা দিয়ে এদিন সৌরববাবু জানান,”বাস্তবে দিলীপ ঘোষ কোনও রাজনৈতিক নেতৃত্বই নন। তিনি যে ভাষায় কথা বলছেন এগুলি রাজনীতির ভাষা নয়। তিনি পাড়ার মস্তানদের ভাষায় কথা বলেন। তাঁর কথায় আদর্শগত, রাজনীতিগত কোন বক্তব্য নেই। তাঁর বক্তব্য আমাদের কাছে দেউলিয়া রাজনীতির চেহারাটা প্রকাশ করছে। প্রকৃত আদর্শভিত্তিক রাজনৈতিক চর্চা না থাকায় এই ঘটনাগুলি ঘটেছে। এগুলি হল ভোটের রাজনীতির বহিঃপ্রকাশ। কোনওভাবেই এই ঘটনাগুলিকে সমর্থন করা যায় না।”

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!