এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > ২১ এর ভোটের নয়া পদ্ধতি নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ! দিল্লির ভাবনাও কি এক? বাড়ছে জল্পনা !

২১ এর ভোটের নয়া পদ্ধতি নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ! দিল্লির ভাবনাও কি এক? বাড়ছে জল্পনা !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – যত দিন যাচ্ছে, তত বাড়ছে করোনা ভাইরাস। বাংলায় এখন তা ভয়াবহ আকার ধারণ করেছে। অনেকেই আশঙ্কা করছেন, ইতিমধ্যেই এই ভয়াবহ মারণ রোগ গোষ্ঠী সংঘর্ষের আকার নিয়ে নিয়েছে। কবে সম্পূর্ণরূপে বিলুপ্তি হবে করোনা ভাইরাসের, তা কেউ জানেন না।

সবথেকে বড় চিন্তার কারণ, ভয়াবহ এই রোগের এখনও পর্যন্ত কোন ওষুধ বের হয়নি। ফলে সমস্যা বাড়ছে। বাড়ছে আক্রান্তের সংখ্যা। সামনেই বিহার, পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচন রয়েছে‌। করোনা ভাইরাস যদি এভাবেই বাড়তে থাকে, তাহলে কিভাবে ভোটকক্ষে যাবেন সাধারন মানুষ এবং তার ফলে যে আরও সংক্রমণ বাড়বে, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা।

ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিভাবে আগত দিনে নির্বাচন-প্রক্রিয়া অনুষ্ঠিত করা সম্ভব হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা শুরু হয়েছে। আর এই অবস্থায় আগামী দিনে যে বিধানসভা নির্বাচন হতে চলেছে, সেখানে ভার্চুয়াল পদ্ধতিতে ভোট করার প্রস্তাব দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। স্বাভাবিকভাবেই করোনা পরিস্থিতির মধ্যে দিলীপ ঘোষের এই মন্তব্য এখন নিঃসন্দেহে গুঞ্জন সৃষ্টি করেছে গোটা বাংলাজুড়ে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন কাঁথিতে এই ব্যাপারে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “রাজ্যের বিধানসভা ভোট ভার্চুয়াল পদ্ধতিতে হলে ভালো হয়। নির্বাচন কমিশনে প্রস্তাব পাঠিয়েছি। বর্তমান পরিস্থিতির কথা বিচার করে বাংলায় ভার্চুয়াল ভোট করা যায় কিনা, তা খতিয়ে দেখুক কমিশন।” আর করোনা পরিস্থিতির মধ্যে দিলীপ ঘোষের এই মন্তব্যকে ঘিরে এখন রীতিমত শোরগোল তৈরি হয়েছে গোটা বাংলা জুড়ে।

অনেকে বলছেন, লোকসভা নির্বাচনে বিজেপি বাংলায় 18 টা আসন পাওয়ার পরেই ইভিএমের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে দেখা যায় তৃণমূল সহ বিজেপি বিরোধী অন্যান্য রাজনৈতিক দলগুলোকে। স্বাভাবিকভাবে করোনা পরিস্থিতির মধ্যে ভার্চুয়াল সিস্টেমের মধ্যে দিয়ে বিজেপির রাজ্য সভাপতি বাংলার বিধানসভা নির্বাচন করার কথা জানালেও, তার যে আদ্যপ্রান্ত বিরোধিতা করবে তৃণমূল কংগ্রেস, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

বস্তুত, করোনা পরিস্থিতিতে লকডাউন প্রক্রিয়া শিথিল হওয়ার পরেই বিজেপি সবথেকে বেশি জোর দিয়েছে ভার্চুয়াল প্রচারে‌। আর এবার নির্বাচনের ক্ষেত্রেও ভার্চুয়াল সিস্টেম প্রয়োগ করার ব্যাপারে বিজেপির রাজ্য সভাপতি নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাতে শুরু করলেন। এখন এই ব্যাপারে তৃণমূলের পক্ষ থেকে কি প্রতিক্রিয়া পাওয়া যায় এবং শেষ পর্যন্ত করোনা আবহের মধ্যে যদি নির্বাচন হয়, তাহলে কিভাবে সেই নির্বাচন করে কমিশন, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!