এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দিলীপের ‘ হাত , পা ভেঙে দেওয়া হবে’র পাল্টা দিলেন ফিরহাদ, জেনে নিন কি বললেন তিনি।

দিলীপের ‘ হাত , পা ভেঙে দেওয়া হবে’র পাল্টা দিলেন ফিরহাদ, জেনে নিন কি বললেন তিনি।


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই শাসক দল ও বিরোধীদলের রাজনৈতিক কটাক্ষ, প্রতি কটাক্ষের প্রবণতা বাড়ছে বলে মনে করা হচ্ছে। রাজ্য বিজেপি সভাপতি বরাবরই বিতর্কিত মন্তব্যের জন্য রাজনৈতিক জগতে সুপরিচিত। সম্প্রতি মেদিনীপুরের সভায় গিয়ে তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মন্তব্য করতে গিয়ে শাসক দলের কর্মীদের হাত-পা ভেঙে নেওয়ার হুমকি দেন। আর তাই নিয়েই এবার পাল্টা মন্তব্য কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের।

তবে ফহিরহাদ হাকিমের মন্তব্যে প্রতি কটাক্ষ থাকলেও রয়েছে গান্ধীগিরি। সম্প্রতি মেদিনীপুরের সভায় গিয়ে দিলীপ ঘোষ মন্তব্য করেন, ছয় মাসের মধ্যে তৃণমূল কংগ্রেস কর্মীরা না শুধরালে তাঁদের হাত-পা ভেঙে দেওয়া হবে। রাতারাতি রাজ্য বিজেপি সভাপতির এই মন্তব্য ঘিরে বঙ্গ রাজনীতিতে শুরু হয় তীব্র চাপানউতোর। অন্যদিকে এ প্রসঙ্গে রাজ্যের তৃণমূল নেতা ফিরহাদ হাকিমকে প্রশ্ন করা হলে তিনি পাল্টা জবাব দেন। তবে যেভাবে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ তাঁর বক্তব্যের হুঁশিয়ারি দিয়েছেন, ঠিক সেভাবে নয়।

ঠান্ডা মাথায় কলকাতা মেয়র জানান, ‘ বিজেপি গুণ্ডাদের দল। ওদের কাছ থেকে এমন কথাই স্বাভাবিক। ‘ যথারীতি এরপর ফিরহাদ হাকিম চেনা স্বভাবসিদ্ধ মেজাজে স্পষ্ট করে বলেন, মার দিলে তাঁরা মার খাবেন। কিন্তু মানুষের সেবা বন্ধ করতে পারবেন না। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ধর্মনিরপেক্ষতার আন্দোলন চালায় তৃণমূল বলে তিনি দাবি করেন। অন্যদিকে সূত্রের খবর, হলদিয়ায় এদিন গেরুয়া শিবির থেকে সভার আয়োজন করা হয়। আর এই সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তীব্র আক্রমণাত্মক সুরে তিনি তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ছ মাসের মধ্যে যদি তৃণমূল কর্মীরা সন্ত্রাস বন্ধ না করে, তাহলে তাঁদের মেরে হাত-পা ভেঙে দেওয়া হবে। শুধু তাই নয়, এরপরে তিনি বিতর্ক জাগিয়ে মন্তব্য করেন- তার মধ্যেও যদি তৃণমূল কর্মীরা না শোধরায়, তাহলে শ্মশান যাত্রা করতে হবে তাঁদের। যথারীতি রাজ্য বিজেপি সভাপতির এই মন্তব্য নিয়ে শুরু হয়ে যায় তীব্র সমালোচনা। দিলীপ ঘোষের উত্তপ্ত বিতর্কিত বিবৃতির উত্তরে ফিরহাদ হাকিম যেভাবে ঠান্ডা মাথায় উত্তর দিলেন তা একপ্রকার রাজনৈতিক কৌশল বলেই ব্যাখ্যা করেছেন বিশেষজ্ঞরা।

সামনেই আসছে একুশের বিধানসভা নির্বাচন। বাংলার মসনদ দখলের উদ্দেশ্যে রাজ্যের প্রতিটি রাজনৈতিক দল এই মুহূর্তে চূড়ান্ত তৎপর। প্রতিটি দল নিজেদের সাংগঠনিক জল মেপে নেওয়ার কাজে নেমেছেন। আর দলকে উদ্বুদ্ধ করতেই রাজ্য বিজেপি সভাপতি এ ধরনের মন্তব্য করেছেন বলে মত রাজনৈতিক মহলের একাংশের। পাশাপাশি তৃণমূল নেতা ফিরহাদ হাকিম যেভাবে দিলীপ ঘোষকে জবাব দিয়েছেন, তাও আগামী দিনে যুদ্ধ জয়ের অন্যতম কৌশল বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!