এখন পড়ছেন
হোম > জাতীয় > দিল্লি চললেন দিলীপ ঘোষ, অমিত শাহের তলব নাকি কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তে অখুশি, কারণ নিয়ে জল্পনা !

দিল্লি চললেন দিলীপ ঘোষ, অমিত শাহের তলব নাকি কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তে অখুশি, কারণ নিয়ে জল্পনা !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবারের বিধানসভা নির্বাচনে জোট বদ্ধ হয়ে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে বামফ্রন্ট ও কংগ্রেসে। তবে বাম ও কংগ্রেসের জোট রাজ্যের আগামী বিধানসভা নির্বাচনে তেমন কোনো দাগ কাটতে পারবে না বলেই মনে করছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। আজ এ বিষয়ে তিনি মন্তব্য করলেন যে, প্রবাদে আছে পুরনো চাল ভাতে বাড়ে। কিন্তু কাসুন্দি যদি পুরোনো হয়, তাহলে তা তেতো হয়ে যেতে পারে। বাম-কংগ্রেস জোটকে এভাবে পুরনো কাসুন্দির সঙ্গে তুলনা করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। আজ সকালে দিল্লি অভিমুখে রওনা দিলেন তিনি। দিল্লিতে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক রয়েছে তাঁর। দিল্লি যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি। সেখানে বাম-কংগ্রেস জোট নিয়ে এভাবে মন্তব্য করলেন তিনি।

দিলীপ ঘোষ সংবাদমাধ্যমকে আরও জানালেন যে, এখন থেকে শুরু করে আগামী বিধানসভা নির্বাচনের পূর্ব পর্যন্ত প্রতি মাসেই রাজ্যে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। এ প্রসঙ্গে তিনি জানান যে, সমস্ত কিছু ঠিকঠাক থাকলে, চলতি নভেম্বর মাসের শেষের দিকে বা আগামী ডিসেম্বর মাসের শুরুর দিকে ফের পশ্চিমবঙ্গ সফর করতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্যে আসার আগে বা পরে রাজ্যে আসবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ সকালে দিল্লির উদ্দেশ্যে বিমানে রওনা দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপি সূত্রের খবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দিতে দিল্লি যাত্রা করলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তবে অনেকে বলছেন যে, স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে যোগ দানের পাশাপাশি দলের কোনো বৈঠকেও তিনি যোগ দিতে পারেন। এদিকে, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে, আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে কেন্দ্র বিজেপি। আর, এই রাজ্যের উপর অধিক গুরুত্ব দেওয়ার কারণেই রাজ্য বিজেপির উপরে কেন্দ্র বিজেপির নজরদারি পূর্বের তুলনায় কিছুটা বেড়েছে ।

সম্প্রতি রাজ্যে এসেছেন অমিত মালব্য বি এল সন্তোষ প্রমুখরা। পর্যবেক্ষকেরা মনে করছেন যে, কেন্দ্রের পর্যবেক্ষণে থেকে রাজ্য বিজেপিকে যেভাবে কাজ করতে বলা হচ্ছে, তা নিয়ে খুব একটা সন্তুষ্ট নন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ সহ বেশকিছু রাজ্য নেতৃত্ব। অনেকে বলছেন এই বিষয় নিয়ে যথেষ্ট অসন্তোষ রয়েছে রাজ্য বিজেপি সভাপতির। তাই এবার এ বিষয়ে তাঁর অসন্তোষের কথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে সরাসরি জানাতে পারেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, এমনটাই মনে করছেন অনেকে। যদিও এ বিষয় নিয়ে দলের কেউ কোনো মন্তব্য করেনি। রাজ্য বিজেপি সভাপতিও এ বিষয় নিয়ে তাঁর কোনো মতামত ব্যক্ত করেননি। তবে, তিনি কি করতে চলেছেন? তা নিয়ে কৌতুহল আছে অনেকের।তাই স্বরাষ্ট্রমন্ত্রীর তলবে, নাকি কেন্দ্রীয় নেতৃত্বের পর্যবেক্ষণে অসন্তুষ্ট হয়ে রাজ্য সভাপতির এই দিল্লি যাত্রা? এ বিষয় নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!