এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > দিল্লি যাবার পূর্বে গণমাধ্যমে বিশেষ বক্তব্য রাখলেন প্রাক্তন বনমন্ত্রী

দিল্লি যাবার পূর্বে গণমাধ্যমে বিশেষ বক্তব্য রাখলেন প্রাক্তন বনমন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ দিল্লি যাচ্ছেন রাজ্যের প্রাক্তন বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডাকে দিল্লি যাচ্ছেন তিনি। যোগদান করতে চলেছেন বিজেপিতে। আজ এক বিশেষ চার্টার্ড বিমানে করে দিল্লি যাচ্ছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল, রথীন চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ প্রমুখরা। দিল্লি যাবার পূর্বে সংবাদমাধ্যমে বিশেষ বক্তব্য রাখলেন প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।

আজ গণমাধ্যমের সামনে প্রাক্তন বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় জানালেন যে, রাজ্য সফর বাতিল হয়ে যাবার পর তাঁকে ফোন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চলেছেন তিনি। তিনি জানালেন যে, কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় থাকা প্রয়োজন। রাজ্যের উন্নয়নকে ত্বরান্বিত করতে যা এখন সবচেয়ে জরুরি।

তাঁর এই বক্তব্যের পর সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেছিলেন যে, তবে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাজ্যের উন্নয়ন হয়নি? এর উত্তরে রাজীব বন্দ্যোপাধ্যায় জানালেন যে, উন্নয়ন হয়নি একথা তিনি বলবেন না। উন্নয়ন রাজ্যের হয়েছে, তবে আরো উন্নয়ন রাজ্যের হতে পারত। তিনি জানালেন, বাংলার যুবশক্তি এখন ধুঁকছে। কেন্দ্রীয় প্রকল্পের আরও সুবিধা পেতে গেলে কেন্দ্রীয় সরকারের সঙ্গে একটা বন্ধুত্বের সম্পর্ক থাকা প্রয়োজন। কিন্তু বারবার বিরোধিতার ফলে কেন্দ্রের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠতে পারেনি রাজ্যের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজীব বন্দ্যোপাধ্যায় জানালেন, মানুষের সার্বিক উন্নয়ন হলো একমাত্র লক্ষ্য। অনেক চিন্তা ভাবনার পর তিনি বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানালেন যে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন। বলেছেন যে, তিনি হলেন বিজেপির কাছে স্পেশাল। তাঁর সঙ্গে কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়ও যোগাযোগ করেছিলেন। তাই তিনি মনে করছেন তাঁদের আহবানে তাঁর সারা দেওয়া উচিত।

তবে, দীর্ঘদিন শাসকদল তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর অনুগত সৈনিক ছিলেন তিনি। তাই, তৃণমূল ছাড়ার সময় তিনি যে ভারাক্রান্ত, সে কথা তিনি অস্বীকার করেননি। তৃণমূল সম্পর্কে তিনি জানালেন যে, এ বিষয় এখন পুরোটাই অতীত। এখন তিনি আঁচল পেতে বাংলার উন্নয়ন চাইবেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে।

আজ দিল্লি যাত্রার পূর্বের বিধায়ক বৈশালী ডালমিয়া জানালেন যে, তাঁরা শুধু সম্মান চান। কিন্তু এই সম্মানের সঙ্গে তাঁদের আপস করতে হচ্ছিল। বিজেপি তাঁদেরকে সেই সম্মান দিয়েছে। তাঁদের জন্য বিশেষ চার্টার্ড বিমান পাঠিয়ে দেওয়া হয়েছে, এর চেয়ে বড় সম্মান আর কিছু হতে পারে না। যার শুরু ভালো, আগামী দিনে তা আরো ভালো হবে বলে জানালেন বিধায়ক। বিধায়ক জানালেন যে, রাজনীতি হলো একটা প্ল্যাটফর্ম, যার মাধ্যমে মানুষের সেবা করা যায়।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!