এখন পড়ছেন
হোম > জাতীয় > দিল্লির হেভিওয়েট কৃষক নেতার সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, টানটান উত্তেজনা ও চাপানউতোর রাজনৈতিক মহলে

দিল্লির হেভিওয়েট কৃষক নেতার সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, টানটান উত্তেজনা ও চাপানউতোর রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ দিল্লির কৃষক আন্দোলনের নেতা রাকেশ টিকায়েতের সঙ্গে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল রাতে দিল্লি থেকে কলকাতায় এসেছেন তিন কৃষক নেতা যাদের মধ্যে রয়েছেন রাকেশ টিকায়েত,অনুজ সিংহ, যদুবীর সিংহ। আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁদের বৈঠক হতে চলেছে। এছাড়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল কৃষক সংগঠনের নেতা পূর্ণেন্দু বসুর সঙ্গেও তাঁরা বৈঠক করবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দিল্লির সীমানায় দীর্ঘসময় ধরে চলছে কৃষক আন্দোলন। কেন্দ্রের নয়া তিন কৃষি আইনের বিরুদ্ধে চলছে একাধিক কৃষক সংগঠনের তীব্র আন্দোলন। আর এই আন্দোলনের মুখ্য নেতৃত্বে রয়েছেন কৃষক নেতা রাকেশ টিকায়েত। নির্বাচনের পূর্বে রাজ্যে বিজেপি বিরোধী প্রচারে এসেছিলেন তিনি। একাধিক স্থানে সভা করেছেন তিনি সেসময়ে। মুখ্যমন্ত্রীও তাঁদের আন্দোলনকে সমর্থন করেছেন। তৃণমূলের একটি প্রতিনিধিদল দিল্লিতে গিয়ে কৃষক সংগঠনের সঙ্গে যোগাযোগ করেছে। এরপর আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হতে চলেছে তিন কৃষক নেতার।

এই বৈঠকে কী বিষয় উঠে আসে? সে দিকে লক্ষ্য রয়েছে সকলের। কৃষক আন্দোলনের নেতা হিসেবে দিনদিন গুরুত্ব বাড়ছে রাকেশ টিকায়েতের। বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর হয়ে প্রচারে এসেছিলেন তিনি। আজ তাঁর সঙ্গে বৈঠক। এই বৈঠকে কেন্দ্র বিরোধী আন্দোলন নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে পরবর্তী কৌশল নির্ধারণ। মুখ্যমন্ত্রীর সঙ্গে জোট বেঁধে কেন্দ্র বিরোধী আন্দোলনে তাঁরা নামবেন কিনা? সে জল্পনাও রয়েছে যথেষ্ট ভাবে। এদিকে কৃষকনেতারা সিদ্ধান্ত নিয়েছেন যে, যেখানেই ভোট হবে, সেখানেই বিজেপি বিরোধী প্রচারে তাঁরা অংশগ্রহণ করবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!