দিনের আলোয় আততায়ীর গুলিতে খুন হেভিওয়েট বিজেপি নেতা, তীব্র শোরগোল জাতীয় বিজেপি রাজনীতি January 27, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিহারের হেভিওয়েট বিজেপি নেতা আজফার শামশীকে আজ গুলি করে হত্যা করল আততায়ীরা। পেশায় অধ্যাপক আজফার শামশী বিহার রাজ্য বিজেপির মুখপাত্র। আজ জামালপুর কলেজের সামনে তাঁকে লক্ষ করে গুলি ছোড়ে কয়েকজন দুষ্কৃতী। রক্তাক্ত, গুরুতর আহত অবস্থায় তাঁকে পাটনা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন বিজেপি নেতাকে। আজকের এই ঘটনায় বিহারের রাজনৈতিক মহলে তীব্র শোরগোল পড়ে গেছে। কলেজের সামনে যেভাবে অধ্যাপক তথা বিজেপির হেভিওয়েট নেতাকে হত্যা করা হলো, তা তীব্র আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে। কলেজের ছাত্ররা এই ঘটনায় প্রচন্ড আতঙ্কিত হয়ে পড়ে। কলেজ জুড়ে শুরু হয় তাদের ছুটোছুটি। বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - আজ সকাল সাড়ে ১১ টার সময় বিজেপি নেতা আজফার শামশী তাঁর নিজের গাড়ি করে জামালপুর কলেজে এসেছিলেন। তার ড্রাইভার মোহাম্মদ আনোয়ার জানিয়েছেন যে, তিনি যখন অধ্যাপকের গাড়ি পার্ক করছিলেন, সেসময় হঠাৎ করে দুটি গুলির শব্দ শুনতে পান। গুলির শব্দ শুনে তিনি ছুটে যান। গিয়ে দেখেন অধ্যাপক মাটিতে পড়ে আছেন, চারপাশে রক্ত। দ্রুত চিকিৎসার জন্য বিজেপি নেতাকে নিয়ে যাওয়া হয় পাটনা মেডিকেল কলেজে। পাটনা মেডিকেল কলেজের চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দুষ্কৃতীরা সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে গিয়েছে। এখনো পর্যন্ত তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এমনকি কারা হত্যা করেছে বিজেপি নেতাকে? তাও এখনো জানা যায়নি। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। আজ বিহারে বিজেপির সদরদপ্তরে বৈঠক চলাকালীন এই হত্যাকাণ্ড ঘটে। বিহার বিজেপির রাজ্য সভাপতি সঞ্জয় জসওয়াল এই ঘটনার কথা জানতে পেরে যোগাযোগ করেন বিহারের ডিজিপি এস কে সিংহলের সঙ্গে। এই ঘটনায় দ্রুত অপরাধীদের চিহ্নিত করা, ও তাদের গ্রেপ্তার করার অনুরোধ জানিয়েছেন তিনি। এই ঘটনায় বিহারের রাজনৈতিক মহলে তীব্র শোরগোল পড়ে গেছে। প্রকাশ্য দিবালোকে এই হত্যাকাণ্ড আতঙ্কিত করেছে সকলকে। আপনার মতামত জানান -