এখন পড়ছেন
হোম > জাতীয় > দীনেশ ত্রিবেদীর পদত্যাগ প্রসঙ্গে কি বক্তব্য গেরুয়া শিবিরের? আসুন জেনে নিন

দীনেশ ত্রিবেদীর পদত্যাগ প্রসঙ্গে কি বক্তব্য গেরুয়া শিবিরের? আসুন জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ অকস্মাত্ রাজ্য সভায় বক্তব্য রাখা কালে রাজ্যসভার সাংসদ পদ ও দলের সদস্য পদ থেকে ইস্তফা দিলেন দীনেশ ত্রিবেদী। তাঁর এই পদক্ষেপে সরগরম রাজনীতি মহল। তাঁকে দলে স্বাগত জানালেন একাধিক হেভিওয়েট বিজেপি নেতা। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, ভালো মানুষ হয়ে খারাপ দলে গিয়ে তিনি ফেঁসে গিয়েছিলেন। তিনি অভিযোগ করলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গেছে। ওই দলে যারা ভাল মানুষ আছেন, তাঁরাও দল ছেড়ে চলে আসবেন। দিলীপ ঘোষ আরও জানালেন যে, মুখ্যমন্ত্রীর ব্যালেন্স নেই। তাই সবাই দল ছেড়ে দিচ্ছেন। মুখ্যমন্ত্রী নীরব দর্শকের ভূমিকায় থেকে যাবেন।

কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় জানালেন যে, কোনো ভালো দায়িত্ববান মানুষ, যিনি বাংলার সেবা করতে চান, যিনি বাংলার মানুষের সেবা করতে চান, তৃণমূল দলে তাঁর কোনো সম্মান নেই। যার আত্মসম্মান আছে, এমন কোন মানুষ থাকতে পারে না তৃণমূল দলে। তিনি জানালেন যে, বিমানবন্দরে একবার তাঁর দীনেশ ত্রিবেদীর সঙ্গে দেখা হয়েছিল। এসময় তিনি জানিয়েছিলেন যে, পরিস্থিতি অত্যন্ত খারাপ। কোন কাজ তিনি করতে পারছেন না। তবে, তিনি বিজেপিতে যোগদান করবেন কিনা? এ ব্যাপারে তাঁকে তিনি এখনো কিছু জানাননি বলেই বললেন কৈলাস বিজয়বর্গীয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দীনেশ ত্রিবেদীকে দাদা বলে সম্বোধন করে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং জানালেন যে, তিনি হলেন তাঁর দাদার মতো। বিজেপিতে তিনি এলে খুশি হবেন। তিনি একটা সময় জানিয়েছিলেন যে, দীনেশ ত্রিবেদী কাজ করেননি। আসলে তাঁকে কাজ করতে দেয়া হয়নি। দীনেশ ত্রিবেদীকে সামনে রেখে তাঁর বিরুদ্ধে লড়াই করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নিজের ভুল বুঝতে পেরেছেন দীনেশ ত্রিবেদী। তাঁকে বিজেপিতে স্বাগত জানাবেন তিনি। তাঁর সঙ্গে তিনি ফোনে কথা বলবেন বলে জানিয়েছেন।

এ প্রসঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায় জানালেন, “আমি অবাক হইনি। উনি একজন স্বচ্ছ ও ভদ্র মানুষ, কাজ করতে চেয়েছিলেন। আগামী দিনেও তৃণমূল কংগ্রেস থেকে অনেক বড় বড় নেতা দল ছাড়বেন। আত্মসম্মান বোধ নিয়ে কেউ তৃণমূল কংগ্রেসে বেশিদিন থাকতে পারবেন না। দীনেশ বাবু ভারতীয় জনতা পার্টিতে এলে স্বাগত।”

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!