এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > “দিলীপদাকে বিদ্যাসাগরের বর্ণপরিচয় দেব। যাতে বাংলা ভাষাতেই কথা বলেন।” – বিস্ফোরক বাবুল

“দিলীপদাকে বিদ্যাসাগরের বর্ণপরিচয় দেব। যাতে বাংলা ভাষাতেই কথা বলেন।” – বিস্ফোরক বাবুল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন বাবুল সুপ্রিয়। এরপর আজ বাবুল সুপ্রিয়কে প্রবল কটাক্ষ করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ জানিয়েছিলেন, রাজনীতি এখন মোহনবাগান, ইস্টবেঙ্গল এর মত হয়ে গেছে। দু-একজন চলে গেলে তাতে দলের কোন অসুবিধা হয় না। ভোটের আগে হাজার হাজার লোক তৃণমূল ছেড়ে চলে এসেছিলেন। তাতে তৃণমূল হারেনি। যাদের ওপর দাঁড়িয়ে আছে তাদের দেখা যায় না। তাদের রক্ত, ঘামের জোরেই চলছে দল। বাবুল সুপ্রিয়কে রাজনৈতিক পর্যটক বলে কটাক্ষ করেছিলেন তিনি। এবার তার জবাব দিলেন বাবুল সুপ্রিয়।

বাবুল সুপ্রিয় জানালেন, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় দেবেন তিনি। যাতে বাংলা ভাষাতেই কথা বলেন তিনি। তিনি জানালেন, তিনি কখনও ইতিহাস তৈরি করেননি। যে যেমন বলবেন। কিছু পর্যটক ঘুরতে যান। তিনি যখন যে দেশে যান, তা মন দিয়ে দেখেন। পর্যটকের নানা উদাহরণ হতে পারে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার শুভেন্দু অধিকারীর কটাক্ষর জবাবে বাবুল সুপ্রিয় জানালেন যে, শুভেন্দু অধিকারী তার বিরুদ্ধে বলবেন, এটা তার অধিকার। বিজেপি নেতা শমীক ভট্টাচার্যকে অনেক ফোন তিনি করেছেন। তিনি যখন বিজেপিতে ছিলেন। তখন নিজের সেরাটা তিনি দিয়েছিলেন। যারা রাজনৈতিক দল বদল করেছেন তাদেরকে বিশ্বাসঘাতক বলা হবে। প্লেইং ইলেভেনে থাকা তিনি পছন্দ করেন। বাংলার মানুষের সেবা করার জন্য যে সুযোগ এসেছে, তার জন্য নানা কথা শুনতে হবে তাকে।

অন্যদিকে বিজেপি নেতা সায়ন্তন বসুর কটাক্ষ প্রসঙ্গে তিনি জানালেন যে, সায়ন্তন বসু কলকাতায় থাকেন। তিনি আসানসোলে জান না। আগে নিজে জিতে দেখান তিনি। অন্যদিকে, বিজেপি নেতা অনুপম হাজরার কটাক্ষ প্রসঙ্গে তিনি জানালেন, মুখ্যমন্ত্রী তাকে ঝাল মুড়ির প্রস্তাব দিয়েছিলেন। নজরুল মঞ্চে স্বচ্ছ ভারত কর্মসূচি ছিল। সেখানে তিনি ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বলেছিলেন যে, তার গাড়িতে উঠতে। আর ভিক্টরিয়া মেমোরিয়ালের সামনের ঝাল মুড়ি অফার করেছিলেন তিনি। তাই অনুপম হাজরার প্রশ্নের জবাব দিতে চান না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!