এখন পড়ছেন
হোম > জাতীয় > দীপাবলীর মুখে চোখ ধাঁধানো সাফল্য এনআইএর, দক্ষিণ ২৪ পরগনা থেকে গ্রেফতার বাংলাদেশি জঙ্গি

দীপাবলীর মুখে চোখ ধাঁধানো সাফল্য এনআইএর, দক্ষিণ ২৪ পরগনা থেকে গ্রেফতার বাংলাদেশি জঙ্গি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীপাবলীর মুখে বড়সর সাফল্য পেল এনআইএ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে দক্ষিণ ২৪ পরগনা জেলার সুভাষ গ্রামে হানা দেয় এনআইএর একটি টিম। জাল ভোটার কার্ড, আধার কার্ড সহ এক জেএমবি জঙ্গিকে গ্রেপ্তার করে এনআইএ। জানা যাচ্ছে, বেশ কয়েক বছর আগেই বাংলাদেশ থেকে এই জেএমবি জঙ্গি ভারতে আসে। প্রথমে নিজের জাল ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করেছিল। এরপর বহু জঙ্গির জন্য জাল ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করার কাজে সে
নিযুক্ত ছিল।

ধৃত জঙ্গির নাম আব্দুল মান্নান। যে বাংলাদেশের বাসিন্দা। গত জুলাই মাসে হরিদেবপুর থেকে যে চারজন জেএমবি জঙ্গিকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশের এসটিএফ। এরপর তার তদন্তের দায়িত্ব নিয়েছিল এনআইএ। এরপর এই তিনজনকে জেরা করতেই আব্দুল মান্নান এর নাম বেরিয়ে আসে। এরপর গতকাল অকস্মাৎ হানা দিয়ে গ্রেফতার করা হয় এই আব্দুল মান্নানকে। অনুমান করা হচ্ছে বড়োসড়ো কোনো নাশকতার ছক নিয়েই এদেশে সে ঘাঁটি গেড়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ধৃত আব্দুল মান্নানকে আজ ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হয়েছে। এদিকে তাকে জেরা করে একের পর এক তথ্য এসেছে। জানা যাচ্ছে, হরিদেবপুর থেকে যে চারজন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজনকে জাল আধার কার্ড ও ভোটার কার্ড বানিয়ে দিয়েছিল এই আব্দুল মান্নান। এছাড়াও বহু জঙ্গিকে জাল পরিচয় পত্র তৈরি করে দেবার কাজে যুক্ত ছিল সে।

অর্থের বিনিময়ে বহু অনুপ্রবেশকারীকে জাল পরিচয় পত্র বানিয়ে দিয়েছিল সে। কোন বড়সড় জঙ্গী আনার পরিকল্পনা নিয়েই এদেশে সে ঘাঁটি গেড়েছে বলে, মনে করছেন গোয়েন্দারা। তার সঙ্গে আর কেউ যুক্ত আছে কিনা? সে ব্যাপারেও চলছে তদন্ত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!