এখন পড়ছেন
হোম > জাতীয় > দীপাবলি মিটলেই অগ্নিপরীক্ষা- লোকসভার আগাম আভাস 5 রাজ্যের ভোটে

দীপাবলি মিটলেই অগ্নিপরীক্ষা- লোকসভার আগাম আভাস 5 রাজ্যের ভোটে

মা কালীকে শক্তির দেবী হিসাবেই সকলে বন্দনা করে থাকে। আর সেই শক্তির দেবীর পুজোর পরেই দেশের 5 রাজ্যে বিধানসভা নির্বাচনে নিজেদের অস্তিত্ব প্রমান করতে হবে কেন্দ্রের শাসকদল বিজেপিকে। কেননা, এই পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে ফলাফলই আগামী লোকসভায় ঠিক কী হতে চলেছে তার অনেকটাই আভাস দিতে পারবে। কিন্তু ঠিক কবে এই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন?

সূত্রের খবর, গতকাল এই নির্বাচনের নির্ঘন্ট ঘোষনা করেছে জাতীয় নির্বাচন কমিশন। জানা গেছে, মাওবাদী এলাকার জন্য এবং বিশেষ নিরাপত্তার কারনে আগামী 12 নভেম্বর থেকে ভোট শুরু হচ্ছে ছত্তিশগঢ়ে। এখানে দু দফায় ভোট হবে। পরবর্তী ভোট হবে 20 নভেম্বর। অন্যদিকে 28 নভেম্বর মধ্যপ্রদেশ, মিজোরাম এবং 7 ডিসেম্বর রাজস্থান এবং তেলেঙ্গানায় হবে এই নির্বাচন। আর এই ভোটের ফলাফল ঘোষনা হবে 21 ডিসেম্বর। আর যার দিকেই তাকিয়ে রয়েছে সকলে। কেননা এই পাঁচ রাজ্যে মোট 83 টি লোকসভা আসন রয়েছে। ফলে এই ভোটে যদি বিজেপি দাগ কাটতে না পারে তবে 2019 এর লোকসভায় বড় সমস্যা হতে পারে তাদের। কিন্তু বিজেপির না জেতার আশঙ্কা আসছে কোথা থেকে?

প্রসঙ্গত উল্লেখ্য, পেট্রোপন্যের মূল্যবৃদ্ধি থেকে কৃষক ক্ষোভ, রাফায়েল কেলেঙ্কারী সহ একগুচ্ছ ইস্যুতে কেন্দ্রের মোদী সরকারকে চেপে ধরেছে বিরোধী দলগুলি। এছাড়াও জনমত সমীক্ষা অনুযায়ী, বিজেপি শাসিত মধ্যপ্রদেশ, ছত্তিশগঢ় এবং রাজস্থানে বিজেপি সরকার থাকলেও সেখানে খারাপ ফলে মাথায় হাত পড়তে পারে মোদী-শাহদের। অন্যদিকে ব্যাপম কেলেঙ্কারীর একটি প্রভাব এবার মধ্যপ্রদেশের ভোট পড়তে পারে। রাজস্থানে সরকার থাকলেও রয়েছে দলীয় অন্তর্কোন্দল। মুখ্যমন্ত্রী বসুন্ধরা সিন্ধিয়া রাজেকে মেনে নিতে পারছেন না দলেরই অনেকে। ফলে এখানে বিজেপির ভোটব্যাঙ্কে ধ্বস ধরাতে প্রস্তুত কংগ্রেসও। মধ্যপ্রদেশে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং রাজস্থানে শচীন পাইলটের মত নেতাদের সামনে রেখেছেন রাহুল গান্ধী। কিন্তু সেই কংগ্রেসের মধ্যেও রয়েছে বিবাদ। নিজেরা সরে গিয়ে নতুনদের আদৌ কি জায়গা ছেড়ে দেবেন কংগ্রেসের মধ্যপ্রদেশের কমলনাথ এবং রাজস্থানের অশোক গেহলট?

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

অন্যদিকে মায়াবতীর সাথে ছত্তিশগঢ়ে অজিত যোগীর জনতা কংগ্রেসের জোট বদ্ধ লড়াই ও বিপদে ফেলতে পারে বিজেপি এবং কংগ্রেসকে। পাশাপাশি চন্দ্রশেখর রাওয়ের আধিপত্য এখনও অটুট রয়েছে তেলেঙ্গানায়। সব মিলিয়ে আসন্ন পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে ঠিক কী হয় তার দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!