এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > দীপাবলি মিটতেই আবার আসতে চলেছে দুয়ারে সরকার, এবার বড়সড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

দীপাবলি মিটতেই আবার আসতে চলেছে দুয়ারে সরকার, এবার বড়সড় ঘোষণা মুখ্যমন্ত্রীর


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম হলো দুয়ারে সরকার প্রকল্প। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে প্রথম বার দুয়ারে সরকার প্রকল্প ঘোষণা করা হয়েছিল। যে প্রকল্পের মাধ্যমে ক্যাম্প থেকে পাওয়া যায় বিভিন্ন রকম সরকারি সুবিধা। গত ১৬ ই আগস্ট থেকে ১৫ ই সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে দুয়ারে সরকার প্রকল্প চলেছিল। দুয়ারে সরকারের ক্যাম্পে উপস্থিত হয়েছিলেন বহু মানুষ একাধিক পরিষেবার জন্য। এবার আবার দুয়ারে সরকারের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দীপাবলীর পর চলতি মাসেই আবার দুয়ারে সরকার প্রকল্প শুরু হবে। আগামী ১৬ ই নভেম্বর থেকে রাজ্যে শুরু হতে চলেছে দুয়ারে সরকার প্রকল্প। রাজ্যের বিভিন্ন স্থানে ক্যাম্প করে এই প্রকল্পের কাজ চলবে। শেষবার দুয়ারে সরকার প্রকল্প ব্যাপক সাড়া ফেলেছিল। বহু মানুষ উপস্থিত হয়েছিলেন। তবে পুজোর সময় এই প্রকল্পের কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

শেষবারের দুয়ারে সরকার ক্যাম্পে যে পরিষেবাগুলি দেয়া হয়েছিল তার মধ্যে সর্বাধিক জনপ্রিয় হয়েছিল লক্ষীর ভান্ডার প্রকল্প। লক্ষীর ভান্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য সবচেয়ে বেশি মানুষ এসেছিলেন দুয়ারে সরকারের ক্যাম্পে। এছাড়া দুয়ারে সরকারের ক্যাম্পে এসেছিলেন অনেকে স্বাস্থ্য সাথী, খাদ্যসাথী ইত্যাদি প্রকল্পে নাম নথিভুক্ত করাতে। এই এবার কালীপুজো মিটে যাওয়ার পরই আবার চালু হতে চলেছে দুয়ারে সরকার প্রকল্প।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!