এখন পড়ছেন
হোম > জাতীয় > দীপাবলি মিটতেই সরকারি কর্মচারীদের জন্য জারি বিশেষ নির্দেশ, যা মানতে হবে আজ থেকেই

দীপাবলি মিটতেই সরকারি কর্মচারীদের জন্য জারি বিশেষ নির্দেশ, যা মানতে হবে আজ থেকেই


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- দীপাবলি মিটে যাবার পরেই সরকারি কর্মচারীদের জন্য বেশকিছু নির্দেশ দিয়েছে কেন্দ্র। আজ থেকেই এই সমস্ত নির্দেশ মেনে চলতে হবে সরকারি কর্মচারীদের। সমস্ত সরকারি কর্মচারীদের তার নির্দিষ্ট কাজের সময় অনুযায়ী এখন থেকে অফিসে উপস্থিত থাকতে হবে। বায়োমেট্রিক সিস্টেম ব্যবহার করে সকলকে তার উপস্থিতি নথিভুক্ত করতে হবে।

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি নতুন গাইডলাইন প্রকাশ করা হলো, যেখানে জানানো হয়েছে যে, আজ অর্থাৎ ৮ ই নভেম্বর থেকে সরকারি কর্মচারীদের নির্দিষ্ট কাজের সময় অনুযায়ী অফিসে উপস্থিত থাকতে হবে। করোনা সংক্রমণ কালে যে সমস্ত সুযোগ সুবিধা দেয়া হয়েছিল সরকারি কর্মচারীদের, পরিস্থিতি নিয়ন্ত্রনে আসায় সেই সুযোগ সুবিধা এবার তুলে দেয়া হল। অফিসে কাজের সময় অনুযায়ী সকলকে যেমন আসতে হবে, তেমনি য়োমেট্রিক সিস্টেমে নাম নথিভুক্ত করতে হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, বায়োমেট্রিক সিস্টেমের সামনে স্যানিটাইজার রাখতে হবে। বায়োমেট্রিক সিস্টেমে উপস্তিতি নথিভুক্ত করার পূর্বে হাত স্যানিটাইজ করতে হবে। নিজেদের মধ্যে অন্তত ৬ ফুট দূরত্ব বজায় রাখতে হবে। সকলকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। মাস্ক পরিধান না করলে অফিসে আসতে দেয়া হবে না।

বায়োমেট্রিক টাচপ্যাড যাতে পরিষ্কার থাকে সেজন্য একজন কর্মীকে সবসময়ের জন্য নিযুক্ত করা হবে। তিনি বারবার এটি পরিষ্কার করার কাজ করবেন। অফিসের বায়োমেট্রিক সিস্টেম খোলা আকাশের নিচে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যা বদ্ধ জায়গায় না রাখার কথা বলা হয়েছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি সমস্ত কেন্দ্রীয় সরকারি অফিসে ইতিমধ্যেই পাঠানো হয়েছে।

কেন্দ্রের এই নির্দেশ প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের ডেপুটি সেক্রেটারি উমেশ কুমার ভাটিয়া জানালেন যে, করোনা সংক্রমনের কথা মাথায় রেখে কমসংখ্যক কর্মীদের অফিসে আনা, কাজের সময় কম করার মত, যে সমস্ত ছাড় দেয়া হয়েছিল, তা আগে থেকেই বন্ধ করে দেয়া হয়েছে, এরপর আজকের দিন থেকে বায়োমেট্রিক সিস্টেমে উপস্থিতি নথিভুক্ত করে দেওয়া বাধ্যতামূলক করা হলো।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!