দিলীপের জন্যেই শেষ হচ্ছে বিজেপি? সুকান্ত সামনেই ঘটে গেল বড় ঘটনা! বিজেপি রাজনীতি রাজ্য July 14, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-লোকসভায় খারাপ ফলাফলের পর নেতাদের ঐক্যবদ্ধ করা তো দূরের কথা, বরঞ্চ এমন কিছু মন্তব্য দিলীপ ঘোষ করতে শুরু করেছিলেন, যার ফলে প্রশ্ন উঠতে শুরু করেছিল যে, তিনি কি দলকে ভালোবাসেন! নাকি দলকে এখন বিপদে ফেলতে চাইছেন! আর এই পরিস্থিতিতে আজ চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল যখন বিজেপি কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে, সেই দিনেও দিলীপ অনুগামীদের চূড়ান্ত অসভ্যতা দেখতে হলো বাংলাকে। যেখানে একেবারে সুকান্ত মজুমদারের সামনে দিলীপ ঘোষকে সভাপতি করার দাবি তুলতে দেখা গেল একাংশকে। স্বাভাবিকভাবেই এরা কারা, এরা যদি বিজেপির ভালো চায়, তাহলে কেন এইভাবে প্রকাশ্যে শৃঙ্খলা ভাঙছেন, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন গেরুয়া শিবিরের একনিষ্ঠ কর্মীরা।সূত্রের খবর, গত শনিবার খড়্গপুরে একসাথে একটি কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর সেখানেই একেবারে সুকান্তবাবুর সামনেই কর্মী সমর্থকদের একটা অংশ দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি করার জন্য দাবি তুলতে শুরু করেন।তাদের বক্তব্য যে, দিলীপ ঘোষকে সভাপতি করতে হবে, সেদিনই রাজ্যের সিংহাসন বিজেপি দখল করতে পারবে। একাংশ বলছেন, দিলীপ ঘোষ আর দলে গুরুত্ব পাচ্ছেন না, এটা তিনি নিজেও বুঝতে পারছেন। আর সেই কারণে কর্মী সমর্থকদের একটা অংশকে লেলিয়ে দিয়ে প্রকাশ্যে রাজ্য সভাপতিকে অপমান করে নিজের দর বাড়ানোর চেষ্টা করছেন। তবে এসব করে যে কিছু লাভ হবে না, মাছ ধরা নেতা হিসেবে তিনি যে আরও অপ্রাসঙ্গিক হয়ে যাবেন বঙ্গ রাজনীতিতে, তার অনুগামীদের এই অসভ্যতার মধ্যে দিয়ে তা আরও স্পষ্ট হয়ে যাচ্ছে। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা। আপনার মতামত জানান -