এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দূর্গাপুজো নিয়েও রাজনীতি মমতার, তুলোধোনা করে একি বললেন দিলীপ!

দূর্গাপুজো নিয়েও রাজনীতি মমতার, তুলোধোনা করে একি বললেন দিলীপ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-ইউনেস্কোর তরফে বাংলার দুর্গাপুজো স্বীকৃতি পাওয়ার কারণে বৃহস্পতিবার শহর কলকাতায় বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। জেলাগুলিতেও সেই শোভাযাত্রা লক্ষ্য করা যায়। যেখানে কলকাতায় সেই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, বৃহস্পতিবার থেকেই বাংলার দুর্গাপুজো শুরু হয়ে গেল বলে জানিয়ে দিয়েছেন তিনি। আর এই পরিস্থিতিতে এবার দুর্গাপূজা নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করছেন বলে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

সূত্রের খবর, এদিন দাঁতনের সভায় উপস্থিত হন দিলীপ ঘোষ। যেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “তৃণমূল জানে, এই স্বীকৃতিটা উঠে নিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় তিথি, নক্ষত্র কিচ্ছু মানেন না। মহালয়ার আগেই দুর্গাপুজোর উদ্বোধন করেন। কোনো মন্ত্র শুদ্ধভাবে বলতে পারেন না। কেবলমাত্র রাজনীতি করেন।”

অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে সরাসরি শারদ উৎসব নিয়েও রাজনীতি শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে দাবি করলেন দিলীপ ঘোষ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!