এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দীর্ঘদিনের হাতছাড়া পঞ্চায়েত তৃণমূল ছিনিয়ে এল বিজেপির থেকে, জমে উঠেছে তরজা

দীর্ঘদিনের হাতছাড়া পঞ্চায়েত তৃণমূল ছিনিয়ে এল বিজেপির থেকে, জমে উঠেছে তরজা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্টএকুশের নির্বাচনে রাজ্য তো দখল হয়েই গেছে, এবার পঞ্চায়েতের পালা। বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়ের পর বিভিন্ন জায়গায় গেরুয়া শিবিরে ভাঙন দেখা যায়। একাধিক নেতাকর্মী তৃণমূলে যোগ দেয়। আর এবার দলবদলের হাত ধরে তৃণমূল দখল করল গ্রাম পঞ্চায়েত। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনায় শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য। কার্যত লোকসভা নির্বাচনের পর ঠিক একই ছবি দেখা গিয়েছিল। তবে তখন তৃণমূলের জায়গায় ছিল বিজেপি। সূত্রের খবর, দীর্ঘদিন পর পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েত তৃণমূল দখলে নিল। পঞ্চায়েত প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন সুশীল মণ্ডল এবং উপপ্রধান হয়েছেন মাইনু মার্ডি।

কিছুদিন আগেই পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের বিজেপি শিবিরের 5 জন এবং বামফ্রন্টের একজন সদস্য তৃণমূলে যোগদান করেন। আর তারপরেই প্রধান গঠনের প্রক্রিয়ার তোড়জোড় শুরু হয় প্রশাসনের নির্দেশে। সেই অনুযায়ী শুক্রবার ছিল পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান বেছে নেওয়ার পালা। জানা গিয়েছে, প্রধান এবং উপপ্রধান পদে নির্বাচনে 15-9 ব্যবধানে বিজেপিকে হারিয়ে দেয় তৃণমূল। আর সেই সূত্রে মালদার আদিবাসী অধ্যুষিত বামনগোলা ব্লকের পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েত এবার দীর্ঘদিন পর তৃণমূলের হাতে এলো।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই জয় নিয়ে বামন গোলা তৃণমূল ব্লক সভাপতি অশোক সরকার জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজ্যজুড়ে উন্নয়নের জোয়ার এনেছেন তা দেখেই বিজেপি নেতা কর্মীরা  তৃণমূলে যোগ দিচ্ছেন। আদিবাসী অধ্যুষিত এলাকাতেও যেভাবে উন্নয়ন হচ্ছে, তা লক্ষণীয়। অন্যদিকে বামন গোলা ব্লকের বিজেপি সভাপতি অমিত ঘোষ অভিযোগ করেছেন, বিধানসভা নির্বাচনের পর শাসকদলের বেশ কিছু নেতাকর্মী বিজেপি অধ্যুষিত পঞ্চায়েত সদস্যদের নামে মিথ্যা মামলা ও ভয় দেখাতে শুরু করে। যার ফলে তাঁরা তৃণমূলে যোগ দিতে বাধ্য হন।

তবে তিনি স্বীকার করে নিয়েছেন, 5 সদস্য তৃণমূলে যোগ দেওয়ার পরেই পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতটি তাঁদের হাতছাড়া হয়েছে। তবে একইসাথে তিনি চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, আগামী দিনেই প্রমাণ হবে পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েত বিজেপির অধীনে উন্নয়ন করেছে না তৃণমূলের অধীনে উন্নয়ন করবে। সবমিলিয়ে গ্রাম পঞ্চায়েত দখল নিয়ে টানটান উত্তেজনা ছিল পাকুয়াহাটে বলে জানা যাচ্ছে। তবে এভাবে গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হয়ে যাওয়ায় কার্যত গেরুয়া শিবির চূড়ান্ত অস্বস্তিতে। বলাইবাহুল্য দীর্ঘদিন পর গ্রাম পঞ্চায়েত দখল করে তৃণমূল তাঁদের শক্তি বাড়িয়ে তুলল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!